Euro 2021: খাঁটি সোনা এমবাপে, ফেভারিট কেন, লেওয়ানডস্কি বনাম রোনাল্ডো! সোনার বুট কার?

Last Updated:
২০১৬ ইউরোর কথা মনে আছে নিশ্চয়ই! সেবার ছটি গোল করে সোনার বুট বাড়ি নিয়ে গিয়েছিলেন ফ্রান্সের অ্যান্টোনিও গ্রিজম্যান। এবার কে?
1/7
অ্যান্টনিও গ্রিজম্যান-  দলের লড়াই। দেশের যুদ্ধ। তবে তারকাদেরও মহাযুদ্ধ। শ্রেষ্ঠত্ব দখলের জন্য চলবে দাপাদাপি। ২০১৬ ইউরোর কথা মনে আছে নিশ্চয়ই! সেবার ছটি গোল করে সোনার বুট বাড়ি নিয়ে গিয়েছিলেন ফ্রান্সের অ্যান্টোনিও গ্রিজম্যান। রোনাল্ডো সেবার তিনটি গোল করেছিলেন। এবার তাঁর জন্য সোনা বুট জয়ের লড়াইটা বেশ কঠিন। তাঁর বয়স একটু বেড়েছে। আবার আশেপাশে অনেক তরুণ তারকা উঠে এসেছেন। তবে বার্সেলোনার হয়ে ৫১ ম্যাচে ২০ গোল করা গ্রিজম্যান এখনও কিন্তু লড়াইয়ে আছেন। আর কে না জানে, তিনি বড় মঞ্চের ফুটবলার।
অ্যান্টনিও গ্রিজম্যান- দলের লড়াই। দেশের যুদ্ধ। তবে তারকাদেরও মহাযুদ্ধ। শ্রেষ্ঠত্ব দখলের জন্য চলবে দাপাদাপি। ২০১৬ ইউরোর কথা মনে আছে নিশ্চয়ই! সেবার ছটি গোল করে সোনার বুট বাড়ি নিয়ে গিয়েছিলেন ফ্রান্সের অ্যান্টোনিও গ্রিজম্যান। রোনাল্ডো সেবার তিনটি গোল করেছিলেন। এবার তাঁর জন্য সোনা বুট জয়ের লড়াইটা বেশ কঠিন। তাঁর বয়স একটু বেড়েছে। আবার আশেপাশে অনেক তরুণ তারকা উঠে এসেছেন। তবে বার্সেলোনার হয়ে ৫১ ম্যাচে ২০ গোল করা গ্রিজম্যান এখনও কিন্তু লড়াইয়ে আছেন। আর কে না জানে, তিনি বড় মঞ্চের ফুটবলার।
advertisement
2/7
কিলিয়ান এমবাপে-  খাঁটি সোনা বলা হচ্ছে তাঁকে। চোরা গতিই তাঁর সব থেকে বড় অস্ত্র। একবার ডি বক্সে পৌঁছে গেলে বিপক্ষের আর রক্ষে নেই। পিএসজির হয়ে আরও একটি সোনালী মরশুম কাটালেন ফরাসী তারকা। চলতি মরশুমে আটটি চ্যাম্পিয়ন্স লিগে আট গোল। মেসি, রোনাল্ডোর যোগ্য উত্তরসূরি বলা হচ্ছে তাঁকে। সুনাম বজায় তো রাখতে হবে নাকি!
কিলিয়ান এমবাপে- খাঁটি সোনা বলা হচ্ছে তাঁকে। চোরা গতিই তাঁর সব থেকে বড় অস্ত্র। একবার ডি বক্সে পৌঁছে গেলে বিপক্ষের আর রক্ষে নেই। পিএসজির হয়ে আরও একটি সোনালী মরশুম কাটালেন ফরাসী তারকা। চলতি মরশুমে আটটি চ্যাম্পিয়ন্স লিগে আট গোল। মেসি, রোনাল্ডোর যোগ্য উত্তরসূরি বলা হচ্ছে তাঁকে। সুনাম বজায় তো রাখতে হবে নাকি!
advertisement
3/7
হ্যারি কেন-  এবার ইউরোর ফেভারিট। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফরোয়ার্ড। গ্যারেট সাউথগেটের ইংল্যান্ড দলের ভাগ্য ফেরাতে পারেন তিনি। ইউরোপিয়ান কোয়ালিফায়ারে ২২টি শটে ১২টি গোল করেছেন। আত্মবিশ্বাসে ডগমগ করছেন। প্রিমিয়ার লিগে সোনার বুট জিতেছেন। এবার ইউরোর পালা।
হ্যারি কেন- এবার ইউরোর ফেভারিট। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফরোয়ার্ড। গ্যারেট সাউথগেটের ইংল্যান্ড দলের ভাগ্য ফেরাতে পারেন তিনি। ইউরোপিয়ান কোয়ালিফায়ারে ২২টি শটে ১২টি গোল করেছেন। আত্মবিশ্বাসে ডগমগ করছেন। প্রিমিয়ার লিগে সোনার বুট জিতেছেন। এবার ইউরোর পালা।
advertisement
4/7
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-  তিন যে মঞ্চে থাকেন সেখানেই সেরা হওয়ার দাবিদার। পাঁচ বছর আগে তাঁকে পিছনে ফেলে সোনার বুট জিতেছিলেন গ্রিজম্যান। তবে এবার অন্য লড়াই। পর্তুগালের হয়ে ১৭৩ ম্যাচে ১০৩টি গোল করে ফেলেছেন। ইউরোয় তাঁর দাপট কি দেখা যাবে!
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো- তিন যে মঞ্চে থাকেন সেখানেই সেরা হওয়ার দাবিদার। পাঁচ বছর আগে তাঁকে পিছনে ফেলে সোনার বুট জিতেছিলেন গ্রিজম্যান। তবে এবার অন্য লড়াই। পর্তুগালের হয়ে ১৭৩ ম্যাচে ১০৩টি গোল করে ফেলেছেন। ইউরোয় তাঁর দাপট কি দেখা যাবে!
advertisement
5/7
রোমেলু লুকাকু-  ইন্টার মিলানের জার্সি গায়ে দাপাচ্ছেন। তবে বরাবর আন্ডাররেটেড। বেলজিয়ামের তারকা ২০১৮ বিশ্বকাপে নিজের জাত চিনিয়েছিলেন। গ্রিজম্যান, রোনাল্ডো, এমবাপেদের মতো তারকাদের ভিড়েও তাঁকে আলাদা করে চোখে পড়েছিল সবার। ইউরোপিয়ান কোয়ালিফায়ারে তাঁর স্কোরিং রেকর্ড কিন্তু ভাল। পরিসংখ্যান বলছে, প্রতি ৯০ মিনিটে তাঁর গোলের গড় ১.৫৬। ইউরোয় এমন স্ট্রাইকার যে কোনও সময় ভয়ানক হতে পারে।
রোমেলু লুকাকু- ইন্টার মিলানের জার্সি গায়ে দাপাচ্ছেন। তবে বরাবর আন্ডাররেটেড। বেলজিয়ামের তারকা ২০১৮ বিশ্বকাপে নিজের জাত চিনিয়েছিলেন। গ্রিজম্যান, রোনাল্ডো, এমবাপেদের মতো তারকাদের ভিড়েও তাঁকে আলাদা করে চোখে পড়েছিল সবার। ইউরোপিয়ান কোয়ালিফায়ারে তাঁর স্কোরিং রেকর্ড কিন্তু ভাল। পরিসংখ্যান বলছে, প্রতি ৯০ মিনিটে তাঁর গোলের গড় ১.৫৬। ইউরোয় এমন স্ট্রাইকার যে কোনও সময় ভয়ানক হতে পারে।
advertisement
6/7
রবার্ট লেওয়ানডস্কি-  ৩২ বছর বয়স। তবে পোল্যান্ডে না জন্মালে আরও অনেক আগে প্রচারের আলো পড়ত তাঁর গায়ে। চলতি মরশুমে বায়ার্ন মিউনিখের হয়ে ৪০ ম্যাচে ৪৮টি গোল করেছেন তিনি। এটাই এখন তাঁর সব থেকে বড় রেকর্ড। তবে পোল্যান্ডের জার্সি গায়ে নামলে তাঁকে গোল করার পাস কে বাড়াবে, তা নিয়ে প্রশ্ন থাকছেই।
রবার্ট লেওয়ানডস্কি- ৩২ বছর বয়স। তবে পোল্যান্ডে না জন্মালে আরও অনেক আগে প্রচারের আলো পড়ত তাঁর গায়ে। চলতি মরশুমে বায়ার্ন মিউনিখের হয়ে ৪০ ম্যাচে ৪৮টি গোল করেছেন তিনি। এটাই এখন তাঁর সব থেকে বড় রেকর্ড। তবে পোল্যান্ডের জার্সি গায়ে নামলে তাঁকে গোল করার পাস কে বাড়াবে, তা নিয়ে প্রশ্ন থাকছেই।
advertisement
7/7
সার্জে নাব্রি-  ২৫ বছর বয়স। অনামী উইঙ্গার। ভাবছেন, এমন আনকোরা ফুটবলারকে সোনার বুটের দাবিদার হিসাবে ধরা কি ঠিক হবে! ইউরো তাঁর প্রথম বড় টুর্নামেন্ট। তবে ইতিমধ্যে ২০১৬ অলিম্পিক গেমসে নিজেকে প্রমাণ করেছেন নাব্রি। জার্মানির হয়ে খেলেছিলেন। দেশ রূপো জেতে। তিনি ছয় ম্যাচে ৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা। ২০১৬ সালেই জার্মানির সিনিয়র দলে ডাক। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক। চলতি মরশুমে বায়ার্নের হয়ে ৩৮ ম্যাচে ১১ গোল। সোনার বুট জয়ের দৌড়ে থাকার জন্য যথেষ্ট প্রতিভা তাঁর আছে।
সার্জে নাব্রি- ২৫ বছর বয়স। অনামী উইঙ্গার। ভাবছেন, এমন আনকোরা ফুটবলারকে সোনার বুটের দাবিদার হিসাবে ধরা কি ঠিক হবে! ইউরো তাঁর প্রথম বড় টুর্নামেন্ট। তবে ইতিমধ্যে ২০১৬ অলিম্পিক গেমসে নিজেকে প্রমাণ করেছেন নাব্রি। জার্মানির হয়ে খেলেছিলেন। দেশ রূপো জেতে। তিনি ছয় ম্যাচে ৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা। ২০১৬ সালেই জার্মানির সিনিয়র দলে ডাক। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক। চলতি মরশুমে বায়ার্নের হয়ে ৩৮ ম্যাচে ১১ গোল। সোনার বুট জয়ের দৌড়ে থাকার জন্য যথেষ্ট প্রতিভা তাঁর আছে।
advertisement
advertisement
advertisement