বিশ্বকাপে এসেছিলেন পিনআপ বয় হিসেবে,নজর ছিল তাঁর দিকে দলকে জয়ের মুখ দেখাতে না পারলেও প্রথম বিশ্বকাপেই নিজের নামের পাশে দুটি গোল বসিয়ে নিলেন মিশরের মহম্মদ সালাহ ৷ Photo Courtesy - Reuters
2/ 6
বিশ্বকাপ থেকে বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল সৌদি আরব ও মিশরের ৷ তবে সম্মানের ম্যাচে ২-১ গোলে জিতল এশিয়ার সৌদি আরব ৷ Photo Courtesy - Reuters
3/ 6
চোট কাটিয়ে ফিরেই গোল পেয়েছিলেন মহম্মদ সালাহ, এদিন নিজের দ্বিতীয় বিশ্বকাপের ম্যাচেও ধারা বজায় রাখলেন ৷ Photo Courtesy - Reuters
4/ 6
এদিন সৌদি আরব রক্ষণের ভুলের সুযোগ নিয়ে ম্যাচের ২২ মিনিটে গোল তুলে নিয়ে দলকে এগিয়ে দেন সালাহ ৷ Photo Courtesy - Reuters
5/ 6
প্রথমার্ধের সংযুক্তি সময়ে পেনাল্টি থেকে গোল করে সৌদি আরবকে সমতায় ফেরান সলমন আল ফরাজ ৷ Photo Courtesy - Reuters
6/ 6
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচের ৯৫ মিনিটে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে সৌদিকে জয় এনে দেন সলিম আল দাওয়াশারি ৷ Photo Courtesy - Reuters