কথা দিয়েছিলেন, কথা রাখলেন লিমা, রাশিয়া-র সাফল্যে তুলে ধরলেন নিজের নগ্ন শরীরের ছবি

Last Updated:
1/7
দীর্ঘ প্রতীক্ষা। পরে প্রতিশ্রুতিভঙ্গের দুঃখ। বিশ্বকাপ এলেই এই ট্র্যাডিশনের রদবদল হয় না। তবে এ দুঃখ প্রিয় দলকে সমর্থন করে হারার নয়। প্রতি বিশ্বকাপেই কোনও না কোনও মডেল খবরের শিরোনামে আসেন। প্রিয় দল জিতলে নগ্ন হওয়ার প্রতিশ্রুতিও দেন। বেশিরভাগ সময়ই অবশ্য সেই আশা পূরণ হয়নি ফুটবলভক্তদের। ব্যতিক্রমী অবশ্য রাশিয়ার এই মডেল। Photo Source -Instagram
দীর্ঘ প্রতীক্ষা। পরে প্রতিশ্রুতিভঙ্গের দুঃখ। বিশ্বকাপ এলেই এই ট্র্যাডিশনের রদবদল হয় না। তবে এ দুঃখ প্রিয় দলকে সমর্থন করে হারার নয়। প্রতি বিশ্বকাপেই কোনও না কোনও মডেল খবরের শিরোনামে আসেন। প্রিয় দল জিতলে নগ্ন হওয়ার প্রতিশ্রুতিও দেন। বেশিরভাগ সময়ই অবশ্য সেই আশা পূরণ হয়নি ফুটবলভক্তদের। ব্যতিক্রমী অবশ্য রাশিয়ার এই মডেল। Photo Source -Instagram
2/7
নগ্ন হওয়ার প্রতিশ্রুতি পূরণ করলেন মারিয়া লিমান। রাশিয়ার এই প্লেবয় মডেল শরীরে বিভঙ্গে ঝড় তোলেন সোশাল মিডিয়ায়।  Photo Source -Instagram
নগ্ন হওয়ার প্রতিশ্রুতি পূরণ করলেন মারিয়া লিমান। রাশিয়ার এই প্লেবয় মডেল শরীরে বিভঙ্গে ঝড় তোলেন সোশাল মিডিয়ায়। Photo Source -Instagram
3/7
ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা প্রায় ৫ লক্ষ। পেশায় আর্কিটেক্ট লিমান এবার মজেছেন রাশিয়ার গোলকিপার আকিনফিভের খেলায়। স্পেনের বিরুদ্ধে প্রি কোয়ার্টারে ২টি গোল বাঁচান আকিনফিভ। Photo Source -Instagram
ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা প্রায় ৫ লক্ষ। পেশায় আর্কিটেক্ট লিমান এবার মজেছেন রাশিয়ার গোলকিপার আকিনফিভের খেলায়। স্পেনের বিরুদ্ধে প্রি কোয়ার্টারে ২টি গোল বাঁচান আকিনফিভ। Photo Source -Instagram
4/7
তারপরেই চমক অপেক্ষা করছিল লিমানের ইনস্টাগ্রাম ফলোয়ারদের জন্য। রাশিয়া জেতার আনন্দে নিজের নগ্ন ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন লিমান। Photo Source -Instagram
তারপরেই চমক অপেক্ষা করছিল লিমানের ইনস্টাগ্রাম ফলোয়ারদের জন্য। রাশিয়া জেতার আনন্দে নিজের নগ্ন ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন লিমান। Photo Source -Instagram
5/7
ক্যাপশনে লেখা, ‘আকিনফিভ তুমি সুপারম্যান। এখনও বিশ্বাস করতে পারছি না। রাশিয়া চ্যাম্পিয়ন। ফুটবলারদের খেলায় গর্বিত।’ তবে শুধু নগ্ন ছবিই নয়, ইনস্টাগ্রামে বল নিয়েও নিজের স্কিল দেখাতে ভোলেননি মারিয়া। Photo Source -Instagram
ক্যাপশনে লেখা, ‘আকিনফিভ তুমি সুপারম্যান। এখনও বিশ্বাস করতে পারছি না। রাশিয়া চ্যাম্পিয়ন। ফুটবলারদের খেলায় গর্বিত।’ তবে শুধু নগ্ন ছবিই নয়, ইনস্টাগ্রামে বল নিয়েও নিজের স্কিল দেখাতে ভোলেননি মারিয়া। Photo Source -Instagram
6/7
Photo Source -Instagram
Photo Source -Instagram
7/7
রাশিয়া কোয়ার্টার ফাইনালে জিতলে আরও চমক অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য, এমনও ইঙ্গিত দিয়েছেন নামী এই রুশ মডেল। সব ভুলে তাই রাশিয়ার জয়ের জন্যই প্রার্থনা লিমানের ফলোয়ারদের। Photo Source -Instagram
রাশিয়া কোয়ার্টার ফাইনালে জিতলে আরও চমক অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য, এমনও ইঙ্গিত দিয়েছেন নামী এই রুশ মডেল। সব ভুলে তাই রাশিয়ার জয়ের জন্যই প্রার্থনা লিমানের ফলোয়ারদের। Photo Source -Instagram