কথা দিয়েছিলেন, কথা রাখলেন লিমা, রাশিয়া-র সাফল্যে তুলে ধরলেন নিজের নগ্ন শরীরের ছবি
- Published by:Jayita Roy
- news18 bangla
Last Updated:
দীর্ঘ প্রতীক্ষা। পরে প্রতিশ্রুতিভঙ্গের দুঃখ। বিশ্বকাপ এলেই এই ট্র্যাডিশনের রদবদল হয় না। তবে এ দুঃখ প্রিয় দলকে সমর্থন করে হারার নয়। প্রতি বিশ্বকাপেই কোনও না কোনও মডেল খবরের শিরোনামে আসেন। প্রিয় দল জিতলে নগ্ন হওয়ার প্রতিশ্রুতিও দেন। বেশিরভাগ সময়ই অবশ্য সেই আশা পূরণ হয়নি ফুটবলভক্তদের। ব্যতিক্রমী অবশ্য রাশিয়ার এই মডেল। Photo Source -Instagram