ঘরোয়া লিগ অধরা মেসির, বার্সার হারে লা লিগা সেরা জিদানের রিয়াল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
এই নিয়ে ৩৪ বার।দিনটা ছিল গ্যারেথ বেলের জন্মদিন। সতীর্থের জন্মদিনে সেলিব্রেশনে বেঞ্জিমা, র্যামোস, মার্সেলোরা।
advertisement
advertisement
advertisement
এই নিয়ে ৩৪ বার। দিনটা ছিল গ্যারেথ বেলের জন্মদিন। সতীর্থের জন্মদিনে সেলিব্রেশনে বেনজেমা, র্যামোস, মার্সেলোরা। একদিকে বার্নাব্যুতে যখন সেলিব্রেশনের ঝলকানি! অন্যদিকে হতাশায় ডুবে রইল ন্যু ক্যাম্প। নিজের দলকে 'দুর্বল' বলে স্বভাববিরুদ্ধ ভাবেই ক্ষোভ উগরে দিলেন লিওনেল মেসি। Photo Courtesy: Real Madrid
advertisement
দুই মরশুম পর লা লিগা খেতাব ঘরে তুলল জিদানের দল। ২১ গোল করে লা লিগায় সর্বোচ্চ গোলদাতার দৌড়ে মেসির পড়েই ফরাসি স্ট্রাইকার বেঞ্জিমা। কোভিড পরবর্তী সময়ে জুন মাসে মাঠে ফেরার পর টানা ১০ ম্যাচ জিতল রিয়াল মাদ্রিদ। লা লিগা খেতাব জেতার পর জিদানের নজর এবার চ্যাম্পিয়ন্স লিগে। চ্যাম্পিয়ন্স লিগে ২৭ আগস্ট ইতিহাদ স্টেডিয়ামে গুয়ার্দিওলার সিটির বিরুদ্ধে নামবে রিয়াল। Photo Courtesy: Real Madrid