Copa America 2021: 'মেসি, ফাইনালে তোমাকে চাই', নেইমারের খোলা চ্যালেঞ্জ

Last Updated:
কোপা আমেরিকা (Copa America 2021) ফাইনালে আর্জেন্টিনাকে চাইছে নেইমারের ব্রাজিল।
1/5
জমজমাট কোপা আমেরিকা। ফাইনালের টিকিট পাকা করে ফেলেছে ব্রাজিল। এবার আর্জেন্টিনার পালা। পেরুর বিরুদ্ধে জিতে নেইমারের ব্রাজিল এখন ফাইনালে। মেসির আর্জেন্টিনা কি ফাইনালে উঠতে পারবে!
জমজমাট কোপা আমেরিকা। ফাইনালের টিকিট পাকা করে ফেলেছে ব্রাজিল। এবার আর্জেন্টিনার পালা। পেরুর বিরুদ্ধে জিতে নেইমারের ব্রাজিল এখন ফাইনালে। মেসির আর্জেন্টিনা কি ফাইনালে উঠতে পারবে!
advertisement
2/5
বার্সেলোনায় মেসির সঙ্গে খেলেছেন নেইমার। দুজনের বন্ধুত্ব গভীর। তবে নেইমার এবার মেসিকে খোলা চ্যালেঞ্জ করে রাখলেন। পেরুর বিরুদ্ধে জিতে উঠেই নেইমার কোনও রাখঢাক না রেখে বললেন, মেসি এবার ফাইনালে তোমাকে চাই। আর্জেন্টিনা দলে আমার অনেক বন্ধু আছে। তবে কোপা জিতবে ব্রাজিল।
বার্সেলোনায় মেসির সঙ্গে খেলেছেন নেইমার। দুজনের বন্ধুত্ব গভীর। তবে নেইমার এবার মেসিকে খোলা চ্যালেঞ্জ করে রাখলেন। পেরুর বিরুদ্ধে জিতে উঠেই নেইমার কোনও রাখঢাক না রেখে বললেন, মেসি এবার ফাইনালে তোমাকে চাই। আর্জেন্টিনা দলে আমার অনেক বন্ধু আছে। তবে কোপা জিতবে ব্রাজিল।
advertisement
3/5
পেরুর বিরুদ্ধে একমাত্র গোল করেছেন লুকাস পাকেতা। তাঁকে গোলে সহায়তা করেছেন নেমার। দুজনের পাস খেলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।
পেরুর বিরুদ্ধে একমাত্র গোল করেছেন লুকাস পাকেতা। তাঁকে গোলে সহায়তা করেছেন নেমার। দুজনের পাস খেলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।
advertisement
4/5
মেসি এবং নেইমার, দুজনেই এবার কোপায় দুর্দান্ত ফর্মে। মেসি এখনও পর্যন্ত ২২টি ড্রিবল করেছেন। নেইমার ২১টি। মেসির গোল চারটি। নেইমারের দুটি। মেসি সতীর্থদের চারটি গোলে সহায়তা করেছেন। নেইমার তিনটিতে।
মেসি এবং নেইমার, দুজনেই এবার কোপায় দুর্দান্ত ফর্মে। মেসি এখনও পর্যন্ত ২২টি ড্রিবল করেছেন। নেইমার ২১টি। মেসির গোল চারটি। নেইমারের দুটি। মেসি সতীর্থদের চারটি গোলে সহায়তা করেছেন। নেইমার তিনটিতে।
advertisement
5/5
এবার কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। জিতলেই ফাইনাল। সেখানে ব্রাজিল অপেক্ষা করছে। ব্রাজিল গতবার কোপার চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা ফাইনালে উঠলেও কোপা জয়ের রাস্তাটা সহজ হবে না।
এবার কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। জিতলেই ফাইনাল। সেখানে ব্রাজিল অপেক্ষা করছে। ব্রাজিল গতবার কোপার চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা ফাইনালে উঠলেও কোপা জয়ের রাস্তাটা সহজ হবে না।
advertisement
advertisement
advertisement