অনেক জল্পনা-কল্পনার পর রাশিয়ায় পা রেখেছেন মিসরের রাজপুত্র মহম্মদ সালাহ। (Photo: Reuters) চোটের জন্য দূরে সরে থাকতে হচ্ছিল তাঁকে। অবশেষে জাতীয় দলের অনুশীলনে ফিরলেন মহম্মদ সালাহ। (Photo: AFP) তাই বেড়েছে বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে মিশরের প্রথম ম্যাচে তাকে দেখতে পাওয়ার আশাও। (Photo: Reuters) সালাহ এখনও কঠিন অনুশীলন পদ্ধতিতে যোগ দেননি। সুদু বল পায়ে খানিকটা কারিকুরি করেছেন তিনি। (Photo: Reuters) চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের দুঃস্বপ্নের পর তার বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে যেতে বসেছিল।