#নয়াদিল্লি: গত কয়েকদিন আগে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি যোগ দিয়েছেন প্যারিস সেন্ট জার্মেনে (PSG) ৷ মেসি এখন প্যারিসের জার্সিতে খেলবেন৷ (ap/ Le Royal Monceau-Raffles Paris) নিজের নতুন ক্লাবের সঙ্গে বিভিন্ন কাজ থাকায় এখনও প্যারিসেই রয়েছেন লিও মেসি৷ তাঁর সঙ্গে তাঁর স্ত্রী আন্তোনেলা ও তিন ছেলেও রয়েছেন৷ পুরো পরিবারের সঙ্গে তিনি প্যারিসের সবচেয়ে দামি হোটেলে রয়েছেন৷ লি রয়্যাল ম্যানসিউতে রয়েছেন তাঁরা৷ . প্যারিসের এক হোটেলে একদিনের ভাড়া প্রায় ১৮ লক্ষ টাকা৷ প্রতিমাসে যা হিসেব করলে ৬ কোটি টাকা হয়৷ এই স্টার হোটেলে পুল ও সিনেমা হলও রয়েছে৷ এখানে সব ধরণের ফরাসি খাবার পাওয়া যায়৷ মেসি পরিবারের সঙ্গে যে হোটেলে উঠেছেন তা দারুণ এক লোকেশনে রয়েছে৷ নেইমার ২০১৭ সালে পিএসজি-র হয়ে খেলতে আসেন৷ পিএসজি ক্লাবের হয়ে খেলার সময়ে বাড়ি পাওয়ার আগে এই হোটেলেই ছিলেন৷ মেসি পিএসজি-র সঙ্গে ২ বছরের চুক্তি করেছেন৷ তিনি প্রতি বছর প্রায় ৩৬০ কোটি টাকা পাবেন৷