পোল্যান্ডের বিরুদ্ধে হেরেও ‘ফেয়ার প্লে’-র বিচারে শেষ ষোলোয় জাপান
Last Updated:
পয়েন্ট সমান ৷ গোল পার্থক্যেও সমান ৷ তাহলে কীসের বিচারে গ্রুপ ‘এইচ’ থেকে সেনেগালকে টপকে পরের রাউন্ডে গেল জাপান ? বৃহস্পতিবার এমন অদ্ভূত ঘটনারই সাক্ষী থাকল রাশিয়া ৷ পোল্যান্ডের কাছে হন্ডারা হারার পাশাপাশি এদিন অপর ম্যাচে সেনেগালও ০-১ ব্যবধানে হারে কলম্বিয়ার কাছে ৷ লাতিন আমেরিকার দলটি গ্রুপ শীর্ষে থেকে পরের রাউন্ডে গেলেও সেনেগালকে টপকে ‘ফেয়ার প্লে’-র বিচারে গ্রুপে দ্বিতীয় হয়ে নক আউটে পৌঁছে গেল জাপান ৷ Photo Courtesy: Reuters
advertisement
advertisement
advertisement
advertisement