পোল্যান্ডের বিরুদ্ধে হেরেও ‘ফেয়ার প্লে’-র বিচারে শেষ ষোলোয় জাপান

Last Updated:
1/5
পয়েন্ট সমান ৷ গোল পার্থক্যেও সমান ৷ তাহলে কীসের বিচারে গ্রুপ ‘এইচ’ থেকে সেনেগালকে টপকে পরের রাউন্ডে গেল জাপান ? বৃহস্পতিবার এমন অদ্ভূত ঘটনারই সাক্ষী থাকল রাশিয়া ৷ পোল্যান্ডের কাছে হন্ডারা হারার পাশাপাশি এদিন অপর ম্যাচে সেনেগালও ০-১ ব্যবধানে হারে কলম্বিয়ার কাছে ৷ লাতিন আমেরিকার দলটি গ্রুপ শীর্ষে থেকে পরের রাউন্ডে গেলেও সেনেগালকে টপকে ‘ফেয়ার প্লে’-র বিচারে গ্রুপে দ্বিতীয় হয়ে নক আউটে পৌঁছে গেল জাপান ৷ Photo Courtesy: Reuters
পয়েন্ট সমান ৷ গোল পার্থক্যেও সমান ৷ তাহলে কীসের বিচারে গ্রুপ ‘এইচ’ থেকে সেনেগালকে টপকে পরের রাউন্ডে গেল জাপান ? বৃহস্পতিবার এমন অদ্ভূত ঘটনারই সাক্ষী থাকল রাশিয়া ৷ পোল্যান্ডের কাছে হন্ডারা হারার পাশাপাশি এদিন অপর ম্যাচে সেনেগালও ০-১ ব্যবধানে হারে কলম্বিয়ার কাছে ৷ লাতিন আমেরিকার দলটি গ্রুপ শীর্ষে থেকে পরের রাউন্ডে গেলেও সেনেগালকে টপকে ‘ফেয়ার প্লে’-র বিচারে গ্রুপে দ্বিতীয় হয়ে নক আউটে পৌঁছে গেল জাপান ৷ Photo Courtesy: Reuters
advertisement
2/5
আকিরা নিশিনোর দল শেষ ষোলোয় পা রাখল একটা অদ্ভূত উপায় ৷ পয়েন্ট, গোল ব্যবধান—সবই সমান থাকার পরও হলুদ কার্ড পার্থক্য গড়ে দিল দুই দলের মধ্য। জাপান হলুদ কার্ড পেয়েছে ৪টি, সেনেগাল ৬টি। ফিফা ফেয়ার প্লে পয়েন্টে জাপান ভাল জায়গায় থাকায় কপাল পুড়ল সেনেগালের। Photo Courtesy: Reuters
আকিরা নিশিনোর দল শেষ ষোলোয় পা রাখল একটা অদ্ভূত উপায় ৷ পয়েন্ট, গোল ব্যবধান—সবই সমান থাকার পরও হলুদ কার্ড পার্থক্য গড়ে দিল দুই দলের মধ্য। জাপান হলুদ কার্ড পেয়েছে ৪টি, সেনেগাল ৬টি। ফিফা ফেয়ার প্লে পয়েন্টে জাপান ভাল জায়গায় থাকায় কপাল পুড়ল সেনেগালের। Photo Courtesy: Reuters
advertisement
3/5
এদিন ম্যাচের ৫৯ মিনিটে পোল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন বেদনারেক ৷ চলতি বিশ্বকাপে এটাই একমাত্র জয় পোলিশদের ৷ শেষ ম্যাচ অন্তত জিতেই দেশে ফিরছে তারা ৷ Photo Courtesy: Reuters
এদিন ম্যাচের ৫৯ মিনিটে পোল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন বেদনারেক ৷ চলতি বিশ্বকাপে এটাই একমাত্র জয় পোলিশদের ৷ শেষ ম্যাচ অন্তত জিতেই দেশে ফিরছে তারা ৷ Photo Courtesy: Reuters
advertisement
4/5
জাপানের ছন্নছাড়া ফুটবল দেখে অবাকই হতে হয়, এ দলটাই কিনা নিজেদের আগের দুই ম্যাচে দুর্দান্ত খেলেছে! বরং পোল্যান্ড যেভাবে জেতার জন্য মরিয়া ছিল, স্কোরলাইনটা ২-০ হয়ে গেলে বিদায় নিশ্চিত হয়ে যেত জাপানের।
জাপানের ছন্নছাড়া ফুটবল দেখে অবাকই হতে হয়, এ দলটাই কিনা নিজেদের আগের দুই ম্যাচে দুর্দান্ত খেলেছে! বরং পোল্যান্ড যেভাবে জেতার জন্য মরিয়া ছিল, স্কোরলাইনটা ২-০ হয়ে গেলে বিদায় নিশ্চিত হয়ে যেত জাপানের।
advertisement
5/5
Photo Courtesy: Reuters
Photo Courtesy: Reuters
advertisement
advertisement
advertisement