

বহু প্রতীক্ষার অবসান ৷ অবশেষে প্রকাশিত ২০২০-২১ মরশুমের জন্য আইএসএলের সূচি ৷ শুক্রবার ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড (FSDL)-এর তরফে এবারের আইএসএলের প্রথম ১১ রাউন্ড খেলার সূচি প্রকাশ করা হয় ৷ টুর্নামেন্ট শুরু হবে এটিকে মোহনবাগান বনাম কেরল ব্লাস্টার্স ম্যাচ দিয়ে ৷ Photo: ISL


অতিমারীর কারণে ফুটবলারদের স্বাস্থ্যের কথা ভেবেই আইএসএল আয়োজন হচ্ছে শুধুমাত্র গোয়াতেই ৷ গোয়ার জিএমসি স্টেডিয়াম ব্যাম্বোলিম, তিলক ময়দান এবং ফতোর্দা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইএসএলের সব ম্যাচগুলি ৷ Photo: ISL


বাংলার ফুটবলপ্রেমীরা যে ম্যাচটির দিকে তাকিয়ে সেই ইস্টবেঙ্গল-মোহনবাগান প্রথম ডার্বি হবে ২৭ নভেম্বর তিলক ময়দানে ৷ ওই ম্যাচটি ইস্টবেঙ্গলের হোম ম্যাচ ৷ সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে শুরু হবে ম্যাচ ৷ Photo: ISL


১১টি ক্লাব নিজেদের মধ্যে ডাবল রাউন্ড-রবিন ফর্ম্যাট (হোম-আওয়ে) ভিত্তিতে খেলবে ৷ পয়েন্ট টেবলে প্রথম চারটি ক্লাবই কোয়ালিফাই করবে প্লে অফে ৷ Photo: ISL