এদেশে কি শুধু ক্রিকেটই চলে! আন্তর্জাতিক ফুটবলার এখন ইট ভাটার শ্রমিক

Last Updated:
আন্তর্জাতিক স্তরে খেলা একজন ফুটবলার কি না কাজ করছেন ইট ভাঁটায়!
1/5
ভারতীয় ফুটবলে এখন কর্পোরেট বিনিয়োগ হয়েছে। ঝা চকচকে হয়েচে ভারতীয় ফুটবলের পরিসর। কিন্তু সেই চকচকে পরিধির বাইরেও অন্ধকার একটা কোণ রয়েছে। আর সেখানেই পড়ে থাকেন সঙ্গীতা সোরেনের মতো ফুটবলাররা। যাঁরা এদেশে নামেই ফুটবলার। যতই প্রতিভা থাক, ভারতীয় ফুটবল তাঁদের অবহেলা ছাড়া কিছুই দিতে পারে না।
ভারতীয় ফুটবলে এখন কর্পোরেট বিনিয়োগ হয়েছে। ঝা চকচকে হয়েচে ভারতীয় ফুটবলের পরিসর। কিন্তু সেই চকচকে পরিধির বাইরেও অন্ধকার একটা কোণ রয়েছে। আর সেখানেই পড়ে থাকেন সঙ্গীতা সোরেনের মতো ফুটবলাররা। যাঁরা এদেশে নামেই ফুটবলার। যতই প্রতিভা থাক, ভারতীয় ফুটবল তাঁদের অবহেলা ছাড়া কিছুই দিতে পারে না।
advertisement
2/5
আন্তর্জাতিক স্তরে খেলা একজন ফুটবলার কি না কাজ করছেন ইট ভাঁটায়! সংসার চালাতে তিনি এখন ইট ভাঁটার শ্রমিক। বাবা দুবে সোরেন দৃষ্টিশক্তিহীন। তাঁর পক্ষে আর কাজ করা সম্ভব নয়। তাই সংসার হাল ধরতে ইট ভাঁটায় নেমে পড়েছেন সঙ্গীতা।
আন্তর্জাতিক স্তরে খেলা একজন ফুটবলার কি না কাজ করছেন ইট ভাঁটায়! সংসার চালাতে তিনি এখন ইট ভাঁটার শ্রমিক। বাবা দুবে সোরেন দৃষ্টিশক্তিহীন। তাঁর পক্ষে আর কাজ করা সম্ভব নয়। তাই সংসার হাল ধরতে ইট ভাঁটায় নেমে পড়েছেন সঙ্গীতা।
advertisement
3/5
সঙ্গীতার ভাইও ঠিকাশ্রমিক। ভাইয়ের নিয়মিত রোজগার হয় নেই। তাই সঙ্গীতাকে বাধ্য হয়েই শ্রমিক হিসাবে কাজ করতে হচ্ছে। মাস চারেক আগে সঙ্গীতা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে সাহায্য চেয়েছিলেন। কিন্তু সঙ্গীতার আর্জি মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছয়নি।
সঙ্গীতার ভাইও ঠিকাশ্রমিক। ভাইয়ের নিয়মিত রোজগার হয় নেই। তাই সঙ্গীতাকে বাধ্য হয়েই শ্রমিক হিসাবে কাজ করতে হচ্ছে। মাস চারেক আগে সঙ্গীতা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে সাহায্য চেয়েছিলেন। কিন্তু সঙ্গীতার আর্জি মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছয়নি।
advertisement
4/5
আপাতত সঙ্গীতার এই করুণ দশার কথা জানিয়ে ঝাড়খণ্ড সরকার ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে চিঠি পাঠিয়েছে মহিলা সমিতি। সঙ্গীতার জন্য যেন একটি চাকরির ব্যবস্থা করা হয়, এমনই আর্জি জানানো হয়েছে সেই চিঠিতে।
আপাতত সঙ্গীতার এই করুণ দশার কথা জানিয়ে ঝাড়খণ্ড সরকার ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে চিঠি পাঠিয়েছে মহিলা সমিতি। সঙ্গীতার জন্য যেন একটি চাকরির ব্যবস্থা করা হয়, এমনই আর্জি জানানো হয়েছে সেই চিঠিতে।
advertisement
5/5
অনূর্ধ্ব-১৭, ১৮ ও ১৯ স্তরে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন সঙ্গীতা। অনূর্ধ্ব-১৭ স্তরের ফুটবল চ্যাম্পিয়নশিপে সঙ্গীতা ব্রোঞ্জ জিতেছিলেন। ভূটান, থাইল্যান্ডে ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফর্ম করেছিলেন সঙ্গীতা। ২০১৮ সালেও অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলেছেন তিনি। রোজ সকালে প্র্যাকটিস। তার পর ইট ভাঁটায় শ্রমিকের কাজ। এভাবেই চলছে তাঁর জীবন সংগ্রাম। প্রতিকূল পরিস্থিতিতেও কখনও ফুটল প্র্যাকটিস ছাড়ার কথা তিনি ভাবেননি। তবে আপাতত ঝাড়খণ্ডের সরকারি কর্তাদের ঘুম ভেঙেছে। তাঁরা সঙ্গীতাকে তড়িঘড়ি সাহায্যের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
অনূর্ধ্ব-১৭, ১৮ ও ১৯ স্তরে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন সঙ্গীতা। অনূর্ধ্ব-১৭ স্তরের ফুটবল চ্যাম্পিয়নশিপে সঙ্গীতা ব্রোঞ্জ জিতেছিলেন। ভূটান, থাইল্যান্ডে ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফর্ম করেছিলেন সঙ্গীতা। ২০১৮ সালেও অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলেছেন তিনি। রোজ সকালে প্র্যাকটিস। তার পর ইট ভাঁটায় শ্রমিকের কাজ। এভাবেই চলছে তাঁর জীবন সংগ্রাম। প্রতিকূল পরিস্থিতিতেও কখনও ফুটল প্র্যাকটিস ছাড়ার কথা তিনি ভাবেননি। তবে আপাতত ঝাড়খণ্ডের সরকারি কর্তাদের ঘুম ভেঙেছে। তাঁরা সঙ্গীতাকে তড়িঘড়ি সাহায্যের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
advertisement
advertisement
advertisement