Euro 2020: ১০৯ গোল! রোনাল্ডো তাঁর রেকর্ড ছুঁয়ে ফেলায় কী বললেন ইরানের আলি দায়ি

Last Updated:
এখন তিনি ইরানের আলি দায়ির সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা।
1/5
ইউরো কাপে এখন তিনি সর্বোচ্চ গোলদাতা। আর একটা গোল করলে তিনি আন্তর্জাতিক গোলের নিরিখেও সবার উপরে চলে যাবেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নিজেকে কিংবদন্তি প্রমাণ করতে আর কিছু বাকি রাখেননি।
ইউরো কাপে এখন তিনি সর্বোচ্চ গোলদাতা। আর একটা গোল করলে তিনি আন্তর্জাতিক গোলের নিরিখেও সবার উপরে চলে যাবেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নিজেকে কিংবদন্তি প্রমাণ করতে আর কিছু বাকি রাখেননি।
advertisement
2/5
দেশের জার্সিতে ১৭৬টি ম্যাচ খেলে ১০৯টি গোল। এখন তিনি ইরানের আলি দায়ির সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা। আর একটা মাত্র গোল করলেই তিনি আন্তর্জাতিক গোলের নিরিখে নতুন রেকর্ড গড়বেন।
দেশের জার্সিতে ১৭৬টি ম্যাচ খেলে ১০৯টি গোল। এখন তিনি ইরানের আলি দায়ির সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা। আর একটা মাত্র গোল করলেই তিনি আন্তর্জাতিক গোলের নিরিখে নতুন রেকর্ড গড়বেন।
advertisement
3/5
ফ্রান্সের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন রোনাল্ডো। দুটোই পেনাল্টি থেকে। তাঁর গোলেই ইউরো কাপের শেষ ১৬-য় জায়গা পাকা করেছিল রোনাল্ডো। আর এমন দিনেই ইরানের আলি দায়ি শুভেচ্ছা জানালেন রোনাল্ডোকে। তিনি লিখলেন, রোনাল্ডোর মতো চ্যাম্পিয়ন তাঁর রেকর্ড ভাঙায় তিনি খুশি।
ফ্রান্সের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন রোনাল্ডো। দুটোই পেনাল্টি থেকে। তাঁর গোলেই ইউরো কাপের শেষ ১৬-য় জায়গা পাকা করেছিল রোনাল্ডো। আর এমন দিনেই ইরানের আলি দায়ি শুভেচ্ছা জানালেন রোনাল্ডোকে। তিনি লিখলেন, রোনাল্ডোর মতো চ্যাম্পিয়ন তাঁর রেকর্ড ভাঙায় তিনি খুশি।
advertisement
4/5
ইরানের হয়ে ১৯৯৩ থেকে ২০০৬ পর্যন্ত খেলেছেন  আলি দায়ি। আর একটা গোল করলেই দায়ির রেকর্ড ভেঙে দেবেন রোনাল্ডো। ২৮ জুন বেলজিয়ামের বিরুদ্ধে নামবে পর্তুগাল। সেদিনই কি দায়ির রেকর্ড ভেঙে দেবেন রোনাল্ডো!
ইরানের হয়ে ১৯৯৩ থেকে ২০০৬ পর্যন্ত খেলেছেন আলি দায়ি। আর একটা গোল করলেই দায়ির রেকর্ড ভেঙে দেবেন রোনাল্ডো। ২৮ জুন বেলজিয়ামের বিরুদ্ধে নামবে পর্তুগাল। সেদিনই কি দায়ির রেকর্ড ভেঙে দেবেন রোনাল্ডো!
advertisement
5/5
ইউরো কাপ বরাবর পয়া রোনাল্ডোর জন্য। ইউরো কাপ থেকে কখনও খালি হাতে ফিরে যান না পর্তুগিজ তারকা।
ইউরো কাপ বরাবর পয়া রোনাল্ডোর জন্য। ইউরো কাপ থেকে কখনও খালি হাতে ফিরে যান না পর্তুগিজ তারকা।
advertisement
advertisement
advertisement