IN PICS: পানামাকে হাফ ডজন গোলে হারিয়ে বিশ্বকাপের নক আউটে ইংল্যান্ড

Last Updated:
1/6
জোড়া পেনাল্টিতে পানামার বিরুদ্ধে হ্যাটট্রিক। বিশ্বকাপে সোনার বুটের দৌড়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে দিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। (Photo: Reuters)
জোড়া পেনাল্টিতে পানামার বিরুদ্ধে হ্যাটট্রিক। বিশ্বকাপে সোনার বুটের দৌড়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে দিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। (Photo: Reuters)
advertisement
2/6
গ্রুপের ম্যাচে পানামাকে রবিবার ৬-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউটে পৌঁছে গেল সাউথগেটের দল। কেনের হ্যাটট্রিক ছাড়াও এদিন ম্যাচে জোড়া গোল করেন স্টোনস । (Photo: Reuters)
গ্রুপের ম্যাচে পানামাকে রবিবার ৬-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউটে পৌঁছে গেল সাউথগেটের দল। কেনের হ্যাটট্রিক ছাড়াও এদিন ম্যাচে জোড়া গোল করেন স্টোনস । (Photo: Reuters)
advertisement
3/6
ম্যাচের আট মিনিটে স্টোনসের গোল দিয়ে শুরু । এরপর ২২, ৪৬ এবং ৬২ মিনিটে কেনের গোল । ইংল্যান্ডের তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করার নজির গড়লেন তিনি ৷ (Photo: Reuters)
ম্যাচের আট মিনিটে স্টোনসের গোল দিয়ে শুরু । এরপর ২২, ৪৬ এবং ৬২ মিনিটে কেনের গোল । ইংল্যান্ডের তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করার নজির গড়লেন তিনি ৷ (Photo: Reuters)
advertisement
4/6
প্রথমার্ধেই পাঁচ গোল করে বিপক্ষকে দুমড়ে দিয়েছিল ইংল্যান্ড ৷ দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন কেন ৷(Photo: Reuters)
প্রথমার্ধেই পাঁচ গোল করে বিপক্ষকে দুমড়ে দিয়েছিল ইংল্যান্ড ৷ দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন কেন ৷(Photo: Reuters)
advertisement
5/6
ম্যাচের ৭৮ মিনিটে পানামার হয়ে বালয়ের সান্তনামূলক একটা গোল ছাড়া এই ম্যাচ থেকে কিছুই পাওনা নেই উত্তর আমেরিকার এই দেশটির (Photo: Reuters)
ম্যাচের ৭৮ মিনিটে পানামার হয়ে বালয়ের সান্তনামূলক একটা গোল ছাড়া এই ম্যাচ থেকে কিছুই পাওনা নেই উত্তর আমেরিকার এই দেশটির (Photo: Reuters)
advertisement
6/6
তিউনিশিয়ার বিরুদ্ধে কোনওক্রমে এক গোলে জিতলেও এদিন দুর্বল পানামার বিরুদ্ধে হাফ ডজন গোল করতে সফল গ্যারেথ সাউথগেটের দল ৷ এদিন অবশ্য ‘মোমেন্ট অফ দ্য ডে’ পানামার বালয়ের করা গোলটি ৷ (Photo: Reuters)
তিউনিশিয়ার বিরুদ্ধে কোনওক্রমে এক গোলে জিতলেও এদিন দুর্বল পানামার বিরুদ্ধে হাফ ডজন গোল করতে সফল গ্যারেথ সাউথগেটের দল ৷ এদিন অবশ্য ‘মোমেন্ট অফ দ্য ডে’ পানামার বালয়ের করা গোলটি ৷ (Photo: Reuters)
advertisement
advertisement
advertisement