হোম » ছবি » ফুটবল » পারল না ডেনমার্ক, ইউরোর ফাইনালে ইংল্যান্ড বনাম ইতালি

Euro 2020: পারল না ডেনমার্ক, ইউরোর ফাইনালে ইংল্যান্ড বনাম ইতালি

  • Bangla Digital Desk

  • 15

    Euro 2020: পারল না ডেনমার্ক, ইউরোর ফাইনালে ইংল্যান্ড বনাম ইতালি

    ইটস কামিং হোম। এটাই এবার ইউরো কাপে ইংল্যান্ডের স্লোগান। আর মাত্র এক ধাপ। তা হলেই হ্যারি কেনের ইংল্যান্ড ইউরো কাপ কাঁধে তুলে বাড়ি ফিরবেন।

    MORE
    GALLERIES

  • 25

    Euro 2020: পারল না ডেনমার্ক, ইউরোর ফাইনালে ইংল্যান্ড বনাম ইতালি

    ডেনমার্ককে ইউরোর সেমিফাইনালে ২-১ গোলে হারাল ইংল্যান্ড। প্রথমে গোল করেছিল ডেনমার্ক। এর পর আত্মঘাতী গোল হজম করে তারা। একস্ট্রা টাইমে পেনাল্টি থেকে গোল করেন হ্যারি কেন। আর গোল শোধ দিতে পারেনি ড্যানিশরা।

    MORE
    GALLERIES

  • 35

    Euro 2020: পারল না ডেনমার্ক, ইউরোর ফাইনালে ইংল্যান্ড বনাম ইতালি

    প্রথম গোল দেওয়ার পরই রক্ষণাত্মক খেলতে শুরু করে ডেনমার্ক। চলতি ইউরোতে এতটা রক্ষণাত্মক হয়তো আগে কোনও ম্য়াচে খেলেনি তারা। কিন্তু এদিন উল্টোদিকে ইংল্যান্ড ছিল বলেই হয়তো এমন রক্ষণাত্মক খেলছিল ড্যানিশরা।

    MORE
    GALLERIES

  • 45

    Euro 2020: পারল না ডেনমার্ক, ইউরোর ফাইনালে ইংল্যান্ড বনাম ইতালি

    ১৯৯২ সালে শেষবার ইউরোপ সেরা হয়েছিল ডেনমার্ক। এদিকে ১৯৬৬-র পর এই প্রথম ইউরো ফাইনালে ইংল্যান্ড।

    MORE
    GALLERIES

  • 55

    Euro 2020: পারল না ডেনমার্ক, ইউরোর ফাইনালে ইংল্যান্ড বনাম ইতালি

    এদিনই টুর্নামেন্টে প্রথম গোল হজম করল ইংল্যান্ড। তবে আলাদা করে বলতে হয় রহিম স্টারলিংয়ের কথা। গোটা ইউরোতে ইংল্যান্ডের এমন সাফল্যের পিছনে তাঁর অবদান অনেকটাই। মাঝমাঠের গেমচেঞ্জার হয়ে রয়েছেন তিনি। আর হ্যারি কেনের প্রশংসা তো করতেই হয়।

    MORE
    GALLERIES