Diego Maradona Death: মারাদোনার মৃত্যু পূর্বপরিকল্পিত খুন! চিকিত্সকের বিপদ বাড়ল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
তিনজন চিকিত্সকের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত খুনের অভিযোগে মামলা দায়ের হয়েছে।
advertisement
advertisement
advertisement
এবার প্রশ্ন হচ্ছে, পূর্বপরিকল্পিত খুন কেন বলা হচ্ছে! অভিযোগকারী পক্ষের দাবি, জীবনের শেষ কয়েকটা দিন মারাদোনা মদ, মারিজুয়ানায় ডুবে ছিলেন। তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল। ফলে জীবনের ঝুঁকি ছিল। তার মধ্যে মানসিকভাবে সুস্থ থাকার জন্য মারাদোনা একের পর এক হাই ডোজ ওষুধ সেবন করছিলেন। আর চিকিত্সকরা সেসবই জানতেন। কারণ মারাদোনা সেই সময় চিকিত্সকদের নজরে ছিলেন। তবুও মারাদোনাকে একবারও নেশাদ্রব্য থেকে দূরে থাকতে বলেননি চিকিত্সকরা।
advertisement
অভিযোগ উঠেছে, ওই চিকিতসকরা মারাদোনার প্রাণের ঝুঁকি থাকা সত্ত্বেও তাঁকে সাবধান করেননি। চিকিত্সকরা নাকি জানতেন, এতটা অসাবধানতার জন্য সদ্য অস্ত্রোপচার হওয়া মারাদোনার মৃত্যু হতে পারে। সেই সময় মারাদোনার শরীর বারবার খারাপ হচ্ছিল। তবে মারাদোনার মৃত্যু চিকিত্সার গাফিলতির জেরে হয়নি বলে দাবি করেছে অভিযোগকারীর আইনজীবী।