ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা৷ যদিও এই জয় পেতে বেশ বেগ পেতে হল মেসি, আগুয়েরোদের৷ ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলার সঙ্গে ম্যাচে যে ফুটবলটি খেলল আর্জেন্টিনা, তা একেবারেই সাধারণ মানের৷ ফলে সেমি ফাইনালে ব্রাজিলের মতো প্রতিপক্ষের সম্মুখীন হওয়ার আগে, চিন্তার ভাঁজ থেকেই যাচ্ছে লিওনেল স্কালোনির শিষ্যদের৷
মেসির কর্নার কিক থেকে বল আগুয়েরোর পায়ে, সেখান থেকে নির্ভাল পাস মার্টিনেজকে এবং গোল৷ দ্বিতীয়ার্ধ্বে একেবারেই সাধারণ মানের ফুটবল খেলল আর্জেন্টিনা৷ ৭৪ মিনিটে ভেনেজুয়েলার গোলরক্ষকের ভুলে ব্যবদান আরও বাড়িয়ে নেয় আর্জেন্টিনা৷ আগুয়েরোর শট লুফে নিতে ব্যর্থ হতেই ফাঁকা গোলে বল জালে জড়িয়ে দেন লো সেলসো৷