ISL -এ লম্বা বিরতি , শনিবার ফের মাঠে নামবে ATK

Last Updated:
1/4
১০ তারিখ শেষ ম্যাচ খেলেছ এটিকে ৷ প্রতিপক্ষ ছিল পুণে সিটি এফসি ৷ সেই ম্যাচে ১-০ জিতেছিল স্টিভ কোপেলের ছেলেরা ৷ Photo -ATK Twitter
১০ তারিখ শেষ ম্যাচ খেলেছ এটিকে ৷ প্রতিপক্ষ ছিল পুণে সিটি এফসি ৷ সেই ম্যাচে ১-০ জিতেছিল স্টিভ কোপেলের ছেলেরা ৷ Photo -ATK Twitter
advertisement
2/4
১৪ দিন পর শনিবার বল পায়ে মাঠে নামবে এটিকে ৷ এই অবস্থায় এই বিরতিটাকে কাজে লাগিয়েছে গোটা দলই ৷ Photo -ATK Twitter
১৪ দিন পর শনিবার বল পায়ে মাঠে নামবে এটিকে ৷ এই অবস্থায় এই বিরতিটাকে কাজে লাগিয়েছে গোটা দলই ৷ Photo -ATK Twitter
advertisement
3/4
দু‘বারের চ্যাম্পিয়ন দলের এ মরশুমে শুরুটা একেবারেই ভালো হয়নি ৷ তারপর প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠলেও তালিকার ৬ নম্বরে রয়েছে সৌরভের দল ৷ মাত্র ৩ টি ম্যাচ জিতেছে তারা, ড্র করেছে ১ টি হার ৩ টি ম্যাচে ৷ তাই এই বিরতিতে নিজেদের দল নিয়ে আরও চুলচেরা বিশ্লেষণে ভুল শুধরে নিতে চেষ্টা করেছেন স্টিভ কোপেল ৷  Photo -ATK Twitter
দু‘বারের চ্যাম্পিয়ন দলের এ মরশুমে শুরুটা একেবারেই ভালো হয়নি ৷ তারপর প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠলেও তালিকার ৬ নম্বরে রয়েছে সৌরভের দল ৷ মাত্র ৩ টি ম্যাচ জিতেছে তারা, ড্র করেছে ১ টি হার ৩ টি ম্যাচে ৷ তাই এই বিরতিতে নিজেদের দল নিয়ে আরও চুলচেরা বিশ্লেষণে ভুল শুধরে নিতে চেষ্টা করেছেন স্টিভ কোপেল ৷ Photo -ATK Twitter
advertisement
4/4
শনিবার এটিকের অ্যওয়ে ম্যাচ প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি ৷ ৭ টি ম্যাচের ৪ টি জিতে কলকাতার চেয়ে কিছুটা ভালো জায়গায় তারা ৷ তবে শেষ যে ম্যাচ এটিকে খেলেছে তার ধারা বজায় রেখে শনিবাসরীয় মুম্বইতে জয়ই পাখির চোখ ৷ Photo -ATK Twitter
শনিবার এটিকের অ্যওয়ে ম্যাচ প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি ৷ ৭ টি ম্যাচের ৪ টি জিতে কলকাতার চেয়ে কিছুটা ভালো জায়গায় তারা ৷ তবে শেষ যে ম্যাচ এটিকে খেলেছে তার ধারা বজায় রেখে শনিবাসরীয় মুম্বইতে জয়ই পাখির চোখ ৷ Photo -ATK Twitter
advertisement
advertisement
advertisement