মাইনাস ১৯ ডিগ্রি তুষারঝড়ে অর্ধনগ্ন হয়ে ট্রেকিং, ফুটবল বিশ্বকাপ জয়ীর কাণ্ড দেখে হতবাক বিশ্ব

Last Updated:
জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়া দলের অন্যতম সদস্য ছিলেন আন্দ্রে শুর্লে। তার পাসেই গোল করে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ করেছিলেন মারিও গোৎজে। ফুটবলকে বিদায় জানালেও জীবনে কঠিন চ্যাসলেঞ্জ নেওয়ার অভ্যেস যে তার এখনও যায়নি তা প্রমাণ করলেন জার্মান তারকা।
1/6
জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়া দলের অন্যতম সদস্য ছিলেন আন্দ্রে শুর্লে। তার পাসেই গোল করে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ করেছিলেন মারিও গোৎজে। ফুটবলকে বিদায় জানালেও জীবনে কঠিন চ্যাসলেঞ্জ নেওয়ার অভ্যেস যে তার এখনও যায়নি তা প্রমাণ করলেন জার্মান তারকা।
জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়া দলের অন্যতম সদস্য ছিলেন আন্দ্রে শুর্লে। তার পাসেই গোল করে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ করেছিলেন মারিও গোৎজে। ফুটবলকে বিদায় জানালেও জীবনে কঠিন চ্যাসলেঞ্জ নেওয়ার অভ্যেস যে তার এখনও যায়নি তা প্রমাণ করলেন জার্মান তারকা।
advertisement
2/6
সম্প্রতি আন্দ্রে শুর্লের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে বরফে ঘেরা পাহাড়ে কয়েকজন সতীর্থকে নিয়ে ট্রেকিং করছেন তিনি। কিন্তু আশ্চর্যের বিষয় হল মাইনাস তাপমাত্রায় তুষা ঝড়ের মধ্যে অর্ধনগ্ন হয়ে ট্রেকিং করছেন শুর্লে।
সম্প্রতি আন্দ্রে শুর্লের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে বরফে ঘেরা পাহাড়ে কয়েকজন সতীর্থকে নিয়ে ট্রেকিং করছেন তিনি। কিন্তু আশ্চর্যের বিষয় হল মাইনাস তাপমাত্রায় তুষা ঝড়ের মধ্যে অর্ধনগ্ন হয়ে ট্রেকিং করছেন শুর্লে।
advertisement
3/6
ছবিতে দেখ গিয়েছে উর্ধাঙ্গে কাপড়ের চিহ্ন মাত্র নেই। কেবল হাফ প্যান্ট,, টুপি, জুতো আর পিঠে রুকস্যাক। এমন পরিবেশে শুর্লে এই অবস্থায় দেখে অনেকেই অবাক হয়েছে। এমন চ্যালেঞ্জ নেওয়ার প্রয়োজনই বা কী তা নিয়ে কৌতুহল প্রকাশ করেছেন ফ্যানেরা।
ছবিতে দেখ গিয়েছে উর্ধাঙ্গে কাপড়ের চিহ্ন মাত্র নেই। কেবল হাফ প্যান্ট,, টুপি, জুতো আর পিঠে রুকস্যাক। এমন পরিবেশে শুর্লে এই অবস্থায় দেখে অনেকেই অবাক হয়েছে। এমন চ্যালেঞ্জ নেওয়ার প্রয়োজনই বা কী তা নিয়ে কৌতুহল প্রকাশ করেছেন ফ্যানেরা।
advertisement
4/6
ইনস্টাগ্রামে জার্মানির প্রাক্তন ফুটবলার লিখেছেন, "ফুটবলকে বিদায় জানানোর পর জীবনের সবচেয়ে কঠিন মানসিক এবং শারীরিক চ্যালেঞ্জ নিয়েছিলাম। এমন অভিজ্ঞতা কোনওদিন ভোলার নয়।  মাইনাস ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ১০০ কিমি বেগে হাওয়া বইছে সঙ্গে ভারী তুষারপাত এবং বৃষ্টি।"
ইনস্টাগ্রামে জার্মানির প্রাক্তন ফুটবলার লিখেছেন, "ফুটবলকে বিদায় জানানোর পর জীবনের সবচেয়ে কঠিন মানসিক এবং শারীরিক চ্যালেঞ্জ নিয়েছিলাম। এমন অভিজ্ঞতা কোনওদিন ভোলার নয়। মাইনাস ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ১০০ কিমি বেগে হাওয়া বইছে সঙ্গে ভারী তুষারপাত এবং বৃষ্টি।"
advertisement
5/6
 এমন কঠিন পরিস্থিতি জয় করে আন্দ্রে শুর্লে লেখেন, মন প্রাণ দিয়ে চেষ্টা কর সব কিথুইব করা যায়। আমরা যতটা ভাবি আমাপ শরীর ও আমি তার থেকেল অনেক বেশি শক্তিশালী। এই ট্রেকিং আমার কাছে জীবনের সবথেকে বড় শিক্ষা হয়ে থাকবে।
এমন কঠিন পরিস্থিতি জয় করে আন্দ্রে শুর্লে লেখেন, মন প্রাণ দিয়ে চেষ্টা কর সব কিথুইব করা যায়। আমরা যতটা ভাবি আমাপ শরীর ও আমি তার থেকেল অনেক বেশি শক্তিশালী। এই ট্রেকিং আমার কাছে জীবনের সবথেকে বড় শিক্ষা হয়ে থাকবে।
advertisement
6/6
এছাড়া আন্দ্রে শুর্লের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘাটলে এমন অনেক কঠিন চ্যালেঞ্জ নেওয়ার ছবি ও ভিডিও দেখা যায়। তবে বরফের দেশে, তুষার ঝড়ের মধ্যে প্রাক্তন জার্মান ফুটবলের ট্রেকিং কুর্নিশ আদায় করে নিয়েছে সকলের।
এছাড়া আন্দ্রে শুর্লের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘাটলে এমন অনেক কঠিন চ্যালেঞ্জ নেওয়ার ছবি ও ভিডিও দেখা যায়। তবে বরফের দেশে, তুষার ঝড়ের মধ্যে প্রাক্তন জার্মান ফুটবলের ট্রেকিং কুর্নিশ আদায় করে নিয়েছে সকলের।
advertisement
advertisement
advertisement