আজও কী বাদ রোনাল্ডো, মরক্কোর বিরুদ্ধে দলে কোন চমক দিতে চলেছেন পর্তুগাল কোচ

Last Updated:
ব্রাজিলের বিদায়। সেমি ফাইনালে আর্জেন্টিনা। বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি পর্তুগাল ও মরক্কো। কেমন হতে পারে দুই দলের একাদশ, দেখে নিন এক নজরে।
1/6
কোয়ার্টার ফাইনালের আজ তৃতীয় ম্যাচে ম্যাচে মুখোমুখি পর্তুগাল ও এবারের বিশ্বকাপের ডার্ক হর্স মরক্কো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে পর্তুগাল দলের অন্দরে নানা সমস্যা রয়েছে। তারপরও কোচ ফার্নান্দে স্যান্টোস যে রোনাল্ডোকে ছাড়াই দলকে বড় জয় এনে দিতে পারেন তা সুইৎজারল্যান্ড ম্যাচে প্রমাণিত হয়েছেষ
কোয়ার্টার ফাইনালের আজ তৃতীয় ম্যাচে ম্যাচে মুখোমুখি পর্তুগাল ও এবারের বিশ্বকাপের ডার্ক হর্স মরক্কো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে পর্তুগাল দলের অন্দরে নানা সমস্যা রয়েছে। তারপরও কোচ ফার্নান্দে স্যান্টোস যে রোনাল্ডোকে ছাড়াই দলকে বড় জয় এনে দিতে পারেন তা সুইৎজারল্যান্ড ম্যাচে প্রমাণিত হয়েছেষ
advertisement
2/6
সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ৬-১ গোলে জেতে পর্তুগীজরা। গনজালো রামোসের হ্যাটট্রিক পর্তগাল ফুটবল ইতিহাসে নতুন নায়কের জন্ম দিয়েছে। যারপর থেকেই প্রশ্নটা আরও তীব্র হয়েছে যে তাহলে কী পর্তুগাল দলে প্রয়োজন ফুরিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।
সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ৬-১ গোলে জেতে পর্তুগীজরা। গনজালো রামোসের হ্যাটট্রিক পর্তগাল ফুটবল ইতিহাসে নতুন নায়কের জন্ম দিয়েছে। যারপর থেকেই প্রশ্নটা আরও তীব্র হয়েছে যে তাহলে কী পর্তুগাল দলে প্রয়োজন ফুরিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।
advertisement
3/6
ফলে মেগা কোয়ার্টার ফাইনালে নামার আগে পর্তুগাল দলের প্রথম একাদশ কী হবে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কী মরক্কোর বিরুদ্ধে প্রথম থেকে দলে থাকবেন তা নিয়ে কৌতুহল রয়ছে বিশ্ব জু়ড়ে ফুটবল প্রেমিদের। এখনও পর্যন্ত যা খবর তাতে রোনাল্ডো রেখেই প্রথম একাদশ গড়বেন ফার্নান্ডো স্যান্টোস।
ফলে মেগা কোয়ার্টার ফাইনালে নামার আগে পর্তুগাল দলের প্রথম একাদশ কী হবে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কী মরক্কোর বিরুদ্ধে প্রথম থেকে দলে থাকবেন তা নিয়ে কৌতুহল রয়ছে বিশ্ব জু়ড়ে ফুটবল প্রেমিদের। এখনও পর্যন্ত যা খবর তাতে রোনাল্ডো রেখেই প্রথম একাদশ গড়বেন ফার্নান্ডো স্যান্টোস।
advertisement
4/6
মরক্কোর বিরুদ্ধে পর্তুগালের প্রথম একাদশে, গোলকিপার- কোস্টা, ডিফেন্স- ড্যালট, পেপে, ডিয়াস, গুরেইরো, মিডফিল্ড- ওটাভিও, সিলভা, কার্ভালহো, স্ট্রাইকার- ফার্নান্ডেজ, রামোস, রোনাল্ডো।
মরক্কোর বিরুদ্ধে পর্তুগালের প্রথম একাদশে, গোলকিপার- কোস্টা, ডিফেন্স- ড্যালট, পেপে, ডিয়াস, গুরেইরো, মিডফিল্ড- ওটাভিও, সিলভা, কার্ভালহো, স্ট্রাইকার- ফার্নান্ডেজ, রামোস, রোনাল্ডো।
advertisement
5/6
৩৬ বছর আগে প্রথম আফ্রিকান কোন দল হিসেবে শেষ ষোলোতে যেতে পেরেছিল মরক্কো। এরপর এই প্রথম কাতারেই প্রথম রাউন্ড অফ সিক্সটিনে জিতে কোয়ার্টার ফাইনালে ওয়ালিদরা। প্রতিযোগিতায় এখনও পর্যন্ত হারের স্বাদ পায়নি পর্তুগাল।
৩৬ বছর আগে প্রথম আফ্রিকান কোন দল হিসেবে শেষ ষোলোতে যেতে পেরেছিল মরক্কো। এরপর এই প্রথম কাতারেই প্রথম রাউন্ড অফ সিক্সটিনে জিতে কোয়ার্টার ফাইনালে ওয়ালিদরা। প্রতিযোগিতায় এখনও পর্যন্ত হারের স্বাদ পায়নি পর্তুগাল।
advertisement
6/6
এখনও পর্যন্ত যতটুকু জানা যাছে তাতে মরক্কোর প্রথম একাদশে, গোলকিপার- বোনো, ডিফেন্স- হাকিমি, আগুয়ার্ড, সাইস, মাজরাউই, মিডফিল্ড- ওউনাহি, আম্রাবত, আমাল্লাহ, স্ট্রাইকার- জিয়েচ, নেসেরি, বউফল।
এখনও পর্যন্ত যতটুকু জানা যাছে তাতে মরক্কোর প্রথম একাদশে, গোলকিপার- বোনো, ডিফেন্স- হাকিমি, আগুয়ার্ড, সাইস, মাজরাউই, মিডফিল্ড- ওউনাহি, আম্রাবত, আমাল্লাহ, স্ট্রাইকার- জিয়েচ, নেসেরি, বউফল।
advertisement
advertisement
advertisement