দলে একাধিক চোট সমস্যা! নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোন একাদশ নামাতে চলেছে আর্জেন্টিনা

Last Updated:
শুক্রবার মধ্যরাতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। মেগা ম্যাচের ঘিরে বিশ্ব জুড়ে চড়ছে পারদ। বিশ্বকাপে বরাবর ডাচরা মেসিদের শক্ত গাঁট। জয় পেতে মরিয়া মেসিরা। ম্যাচের আগে দেখে নিন দুই দলের একাদশ।
1/6
কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে আর্জেন্টিনার ডু অর ডাই ম্যাচ। মহারণে নামার আগে স্কালোনির দলের প্রধান সমস্যা দলে একাধিক ফুটবলারের চোট সমস্যা। কারণ দি মারিয়া চোট থেকে ফিরছেন। হাল্কা চোট রয়েছে ডি পল ও লাউতারো মার্টিনেজের।
কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে আর্জেন্টিনার ডু অর ডাই ম্যাচ। মহারণে নামার আগে স্কালোনির দলের প্রধান সমস্যা দলে একাধিক ফুটবলারের চোট সমস্যা। কারণ দি মারিয়া চোট থেকে ফিরছেন। হাল্কা চোট রয়েছে ডি পল ও লাউতারো মার্টিনেজের।
advertisement
2/6
ফলে ডাচদের বিরুদ্ধে মেগা ম্যাচে নামার আগে নীল-সাদা ব্রিগেডের প্রথম একাদশ কী হতে পারে, সেখানে আদৌ কোনও পরিবর্তন হবে কিনা, তা নিয়ে উদ্বিগ্ন রয়েছে বিশ্ব জুড়ে আর্জেন্টিনা ফ্যানেরা।
ফলে ডাচদের বিরুদ্ধে মেগা ম্যাচে নামার আগে নীল-সাদা ব্রিগেডের প্রথম একাদশ কী হতে পারে, সেখানে আদৌ কোনও পরিবর্তন হবে কিনা, তা নিয়ে উদ্বিগ্ন রয়েছে বিশ্ব জুড়ে আর্জেন্টিনা ফ্যানেরা।
advertisement
3/6
তবে ম্যাচের আগের দিন অনুশীলনে দি পল, দি মারিয়াদের দেখা গিয়েছে। যার ফলে একটু হলেও চিম্তামুক্ত কোচ স্কালোনি থেকে আর্জেন্টিনা ফ্যানেরা। ফলে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মেগা ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়েই আর্জেন্টিনা নামবে বলে মনে করা হচ্ছে।
তবে ম্যাচের আগের দিন অনুশীলনে দি পল, দি মারিয়াদের দেখা গিয়েছে। যার ফলে একটু হলেও চিম্তামুক্ত কোচ স্কালোনি থেকে আর্জেন্টিনা ফ্যানেরা। ফলে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মেগা ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়েই আর্জেন্টিনা নামবে বলে মনে করা হচ্ছে।
advertisement
4/6
এখন পর্যন্ত যা খবর তাতে ৪-৩-৩ ছকে দল সাজাতে চলেছেন স্কালোনি। আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে গোলকিপার- মার্টিনেজ , ডিফেন্স- মলিনা, রোমেরো,ওটামেন্ডি, অ্যাকুনা, মিডফিল্ড- ডি পল, ফার্নান্ডেজ, ম্যাক আলিস্টার, স্ট্রাইকার- মেসি, আলভারেজ, দি মারিয়া।
এখন পর্যন্ত যা খবর তাতে ৪-৩-৩ ছকে দল সাজাতে চলেছেন স্কালোনি। আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে গোলকিপার- মার্টিনেজ , ডিফেন্স- মলিনা, রোমেরো,ওটামেন্ডি, অ্যাকুনা, মিডফিল্ড- ডি পল, ফার্নান্ডেজ, ম্যাক আলিস্টার, স্ট্রাইকার- মেসি, আলভারেজ, দি মারিয়া।
advertisement
5/6
অপরদিকে, নেদারল্যান্ডস কোচ ইতিমধ্যেই এই ম্যাচকে বদলার ম্যাচ বলে আখ্যা দিয়েছেন। ২০১৪ সালে সেমি ফাইনালে দলের হারের প্রতিশোধ নিতে চান ডাচ কোচ। তার দল যে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ করতে প্রস্তুত তাও জানিয়েছেন ডিপায়দের হেডস্যার।
অপরদিকে, নেদারল্যান্ডস কোচ ইতিমধ্যেই এই ম্যাচকে বদলার ম্যাচ বলে আখ্যা দিয়েছেন। ২০১৪ সালে সেমি ফাইনালে দলের হারের প্রতিশোধ নিতে চান ডাচ কোচ। তার দল যে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ করতে প্রস্তুত তাও জানিয়েছেন ডিপায়দের হেডস্যার।
advertisement
6/6
এখনও পর্যন্ত যা খবর তাতে নেদারল্যান্ডসের প্রথম একাদশে, গোলকিপার- নোপার্ট, ডিফেন্স- টিম্বার, ভ্যান জিক, আকে, মিডফিল্ড- ডামফ্রিস, ডি রুন, ব্লিন্ড, ডি জং, অ্যাটাকিং মিডফিল্ড- ক্লাসেন, স্ট্রাইকার- গ্যাকপো, ডিপায়।
এখনও পর্যন্ত যা খবর তাতে নেদারল্যান্ডসের প্রথম একাদশে, গোলকিপার- নোপার্ট, ডিফেন্স- টিম্বার, ভ্যান জিক, আকে, মিডফিল্ড- ডামফ্রিস, ডি রুন, ব্লিন্ড, ডি জং, অ্যাটাকিং মিডফিল্ড- ক্লাসেন, স্ট্রাইকার- গ্যাকপো, ডিপায়।
advertisement
advertisement
advertisement