দলে রয়েছে কার্ড ও চোট সমস্যা, সেমি ফাইনালে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

Last Updated:
বিশ্বকাপের প্রথম হাইভোল্টোজ সেমি ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। ফাইনালে ওঠার লক্ষ্যে অবিচল মেসির দল। অপরদিকে ২০১৮-র পুনরাবৃত্তি ঘটিয়ে ফের আর্জেন্টিবাকে হারানোর বিষয়ে আত্মবিশ্বাসী ক্রোট শিবির। ম্যাচের আগে কেমন হতে পারে আর্জেন্টিনার প্রথম একাদশ, দেখে নিন এক নজরে।
1/5
একে একে সব বাধা পেরিয়ে কাতার বিশ্বকাপের শেষ চারে আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার সামনে প্রতিপক্ষ ব্রাজিলকে হারানো ক্রোয়েশিয়া। ফাইনালে উঠতে বদ্ধপরিকর দুই দল।
একে একে সব বাধা পেরিয়ে কাতার বিশ্বকাপের শেষ চারে আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার সামনে প্রতিপক্ষ ব্রাজিলকে হারানো ক্রোয়েশিয়া। ফাইনালে উঠতে বদ্ধপরিকর দুই দল।
advertisement
2/5
গতবার বিশ্বকাপে এই ক্রোটদের বিরুদ্ধে বিরুদ্ধে ৩-০ গোলে হারতে হয়েছিল আর্জেন্টিনাকে। বিশ্বকাপের মঞ্চে দুই দলের সাক্ষাৎ হয়েছিল ২ বার। ২০১৮ সালে ক্রোটরা জিতলেও ১৯৯৮ সালে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।
গতবার বিশ্বকাপে এই ক্রোটদের বিরুদ্ধে বিরুদ্ধে ৩-০ গোলে হারতে হয়েছিল আর্জেন্টিনাকে। বিশ্বকাপের মঞ্চে দুই দলের সাক্ষাৎ হয়েছিল ২ বার। ২০১৮ সালে ক্রোটরা জিতলেও ১৯৯৮ সালে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।
advertisement
3/5
তবে েকরিয়ারের শেষ বিশ্বকাপে ট্রফির এত কাছে এসে তা হাতছাড়া করতে নারাজ লিওনেল মেসি। তাই নিজেদের সেরাটা দিয়ে মেসিকে কাপ উপহার দিতে মরিয়া গোটা আর্জেন্টিনা দল।
তবে েকরিয়ারের শেষ বিশ্বকাপে ট্রফির এত কাছে এসে তা হাতছাড়া করতে নারাজ লিওনেল মেসি। তাই নিজেদের সেরাটা দিয়ে মেসিকে কাপ উপহার দিতে মরিয়া গোটা আর্জেন্টিনা দল।
advertisement
4/5
সেমি ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মেগা সেমি ফাইনালে আর্জেন্টিনার প্রথম একাদশ কেমন হতে পারে তা নিয়ে জল্পনা রয়েছে। কারণ দলে কার্ড সমস্যার জন্য খেলতে পারবেন না মন্টিয়েল ও অ্যাকুনা। তাগলিয়াফিকো এই ম্যাচে খেলতে পারেন অ্যাকুনার পরিবর্তে।
সেমি ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মেগা সেমি ফাইনালে আর্জেন্টিনার প্রথম একাদশ কেমন হতে পারে তা নিয়ে জল্পনা রয়েছে। কারণ দলে কার্ড সমস্যার জন্য খেলতে পারবেন না মন্টিয়েল ও অ্যাকুনা। তাগলিয়াফিকো এই ম্যাচে খেলতে পারেন অ্যাকুনার পরিবর্তে।
advertisement
5/5
যে সম্ভাব্য একাদশ জানা যাচ্ছে সেখানে, গোলকিপার- মার্টিনেজ , ডিফেন্স- মলিনা, রোমেরো,ওটামেন্ডি, তাগলিয়াফিকো, মিডফিল্ড- ডি পল, ফার্নান্ডেজ, ম্যাক আলিস্টার, স্ট্রাইকার-  দি মারিয়া, মেসি, আলভারেজ। ৪-৩-৩ ছকে দল সাজাতে পারেন স্কালোনি।
যে সম্ভাব্য একাদশ জানা যাচ্ছে সেখানে, গোলকিপার- মার্টিনেজ , ডিফেন্স- মলিনা, রোমেরো,ওটামেন্ডি, তাগলিয়াফিকো, মিডফিল্ড- ডি পল, ফার্নান্ডেজ, ম্যাক আলিস্টার, স্ট্রাইকার- দি মারিয়া, মেসি, আলভারেজ। ৪-৩-৩ ছকে দল সাজাতে পারেন স্কালোনি।
advertisement
advertisement
advertisement