আইপিএল জিতে ২০ কোটি পেল মুম্বই, কত পেল পাকিস্তানের চ্যাম্পিয়ন দল? বিদ্রুপ ভক্তদের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত ১৭ নভেম্বর পিএসএল ফাইনালে করাচি কোয়াল্যান্ডার্স-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইমাদ ওয়াসিমের নেতৃত্বাধীন করাচি কিংগস৷
প্রথমবার পাকিস্তান সুপার লিগ বা পিএসএল চ্যাম্পিয়ন হল করাচি কিংগস৷ এর আগে প্লে অফ পর্যন্ত পৌঁছলেও কখনও পিএসএল চ্যাম্পিয়ন হতে পারেনি তারা৷ আর প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দলের ক্রিকেটারদের সারপ্রাইজ গিফট দিলে করাচি কিংগস-এর মালিক৷ পাকিস্তানের এক সাংবাদিকের দাবি অনুযায়ী, চ্যাম্পিয়ন দলের প্রত্যেক ক্রিকেটারকে একটি করে অ্যাপার্টমেন্ট দেওয়ার কথা ঘোষণা করেছেন করাচি কিংগসের মালিক সলমন ইকবাল৷
advertisement
পিএসএল ফাইনাল জিতে করাচি কিংগস পেয়েছে ৩.৭৫ কোটি টাকা৷ সেখানে আইপিএল চ্যাম্পিয়ন হয়ে মুম্বই ইন্ডিয়ান্স পেয়েছে ২০ কোটি টাকা! ফাইনালে বিজিত দিল্লি ক্যাপিটালস পেয়েছে ১২.৫ কোটি টাকা৷ তৃতীয় এবং চতুর্থ স্থানে শেষ করা সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও ৮.৭৫ কোটি টাকা করে পেয়েছে৷
advertisement
advertisement
advertisement
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে আট বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় করাচি কিংগস৷ নিজেদের প্রাক্তন কোচ ডিন জোন্সকে এই জয় উৎসর্গ করেছে তারা৷ ফাইনালে করাচির হয়ে দুরন্ত ব্যাটিং করেন বাবর আজম৷ প্রথমে ব্যাট করে লাহোর ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ তুলেছিল৷ জবাবে ১৮.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় তারা৷ ৪৯ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন বাবর আজম৷