'মানুষ আর কবে একটু সচেতন হবে?' রেগে আগুন মরে গিয়ে বেঁচে ওঠা হিথ স্ট্রিক

Last Updated:
Heath Streak on fake news: নিজের মৃত্যুর খবর পেলেন নিজেই। হিথ স্ট্রিক তার পর বললেন...
1/7
একটা গোটা প্রজন্মের কাছে তিনি আবেগের আরেক নাম। ফলে স্বাভাবিকভাবেই হিথ স্ট্রিকের মৃত্যুর খবরে চোখের জল ফেলেছিলেন অনেকেই।
একটা গোটা প্রজন্মের কাছে তিনি আবেগের আরেক নাম। ফলে স্বাভাবিকভাবেই হিথ স্ট্রিকের মৃত্যুর খবরে চোখের জল ফেলেছিলেন অনেকেই।
advertisement
2/7
সকাল থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই হিথ স্ট্রিকের মৃত্য়ুর খবর। সেই হিথ স্ট্রিক অবশ্য মরে গিয়ে আবার বেঁচেও গেলেন।
সকাল থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই হিথ স্ট্রিকের মৃত্য়ুর খবর। সেই হিথ স্ট্রিক অবশ্য মরে গিয়ে আবার বেঁচেও গেলেন।
advertisement
3/7
রাগের মাথায় তিনি বলে ফেললেন, মানুষ আর কবে সচেতন হবে? এই ধরণের ভুয়ো খবর রটানোর আগে মানুষের আরেকটু সচেতন হওয়া প্রয়োজন।
রাগের মাথায় তিনি বলে ফেললেন, মানুষ আর কবে সচেতন হবে? এই ধরণের ভুয়ো খবর রটানোর আগে মানুষের আরেকটু সচেতন হওয়া প্রয়োজন।
advertisement
4/7
জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার জানালেন, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তবে এখন তিনি চিকিৎসার পর অনেকটাই সুস্থ। ধীরে ধীরে সেরেও উঠছেন।
জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার জানালেন, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তবে এখন তিনি চিকিৎসার পর অনেকটাই সুস্থ। ধীরে ধীরে সেরেও উঠছেন।
advertisement
5/7
হিথ স্ট্রিক বললেন, কে বা কারা আমার মৃত্যুর খবর রটিয়ে দিল। লোকজন সেই খবর দেদার শেয়ার করল। আমি তো দেখে অবাক। আমি ভাল আছি, বেঁচে আছি। তবে শরীরে কিছু কষ্ট এখনও আছে। তবুও বলব, সেরে উঠছি।
হিথ স্ট্রিক বললেন, কে বা কারা আমার মৃত্যুর খবর রটিয়ে দিল। লোকজন সেই খবর দেদার শেয়ার করল। আমি তো দেখে অবাক। আমি ভাল আছি, বেঁচে আছি। তবে শরীরে কিছু কষ্ট এখনও আছে। তবুও বলব, সেরে উঠছি।
advertisement
6/7
তাঁর একসময়ের সতীর্থ হেনরি ওলঙ্গা হিথ স্ট্রিকের মৃত্যুসংবাদ ট্যুইট করে জানিয়েছিলেন। পরে তিনি সেই টুইট মুছে জানান, স্ট্রিক বেঁচে আছেন।
তাঁর একসময়ের সতীর্থ হেনরি ওলঙ্গা হিথ স্ট্রিকের মৃত্যুসংবাদ ট্যুইট করে জানিয়েছিলেন। পরে তিনি সেই টুইট মুছে জানান, স্ট্রিক বেঁচে আছেন।
advertisement
7/7
তাঁর মৃত্যুর গুজব ছড়ানোয় হিথ স্ট্রিক বেশ ক্ষুব্ধ হয়েছেন। তিনি সোশ্য়াল মিডিয়া ও কিছু মানুষের দায়িত্বজ্ঞানহীন মনোভাব নিয়ে প্রশ্নও তুলেছেন।
তাঁর মৃত্যুর গুজব ছড়ানোয় হিথ স্ট্রিক বেশ ক্ষুব্ধ হয়েছেন। তিনি সোশ্য়াল মিডিয়া ও কিছু মানুষের দায়িত্বজ্ঞানহীন মনোভাব নিয়ে প্রশ্নও তুলেছেন।
advertisement
advertisement
advertisement