Anushka Sharma Pregnancy: পাঞ্জাবিতে বিরাট, ঘিয়ে রঙা শাড়ি অনুষ্কার, আগলে রেখেছেন নিজের পেট, আসল সত্যি এল সামনে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Fact Check: অনুষ্কা ২০১৮ সালের দিওয়ালিতে এই একই শাড়ি পরেছিলেন।
ফের কী অনুষ্কা শর্মা মা হতে চলেছেন আর বিরাট বাবা! এটা এখন মিলিয়ন ডলার প্রশ্ন৷ হাজার জল্পনা চললেও এখনও কোনপক্ষের থেকেই এই কথায় সিলমোহর পড়েনি৷ বিরাট এই মুহূর্তে বিবাহবার্ষিকী কাটিয়েছেন ও জাতীয় দলের দায়িত্ব থেকে ছুটি কাটাচ্ছিলেন৷ অন্যদিকে আপাতত স্পটলাইট থেকে খানিকটা দূরে রয়েছেন অনুষ্কা। তাঁর অভিনীত ঝুলন গোস্বামীর বায়োপিক ওটিটি রিলিজের জন্য তৈরি তবে বড় পর্দায় তাঁর সেরকম কোনও কাজ বেশ কিছুদিন ধরেই নেই৷ তারমধ্যে বিরাটের সঙ্গে তাঁর একটি না দেখা ছবি সোশ্যাল মিডিয়ায় তুলেছে আলোড়ন৷
advertisement
গত কয়েক মাসে বিরাটের সঙ্গে অনুষ্কার ঘোরাঘুরির সময়ে বেবি বাম্প নিয়ে অনেক কথা হয়েছে৷ যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে ৷ কিন্তু এই মুহূর্তে অনুষ্কার সঙ্গে বিরাটের যে অদেখা ছবিটি নিয়ে কথা হচ্ছে তাতে বিরাট সাদা কুর্তা ও অনুষ্কা ঘিয়ে রঙের শাড়িতে৷ বিরাট তাঁর ঘরণীর কাঁধ দিয়ে হাত দিয়ে রেখেছেন৷ অনুষ্কা নিজের হাত দিয়ে পেটের নিচে সাপোর্ট দিচ্ছেন৷
advertisement
advertisement
advertisement
advertisement