Anushka Sharma Pregnancy: পাঞ্জাবিতে বিরাট, ঘিয়ে রঙা শাড়ি অনুষ্কার, আগলে রেখেছেন নিজের পেট, আসল সত্যি এল সামনে

Last Updated:
Fact Check: অনুষ্কা ২০১৮ সালের দিওয়ালিতে এই একই শাড়ি পরেছিলেন।
1/6
ফের কী অনুষ্কা শর্মা মা হতে চলেছেন আর বিরাট বাবা! এটা এখন মিলিয়ন ডলার প্রশ্ন৷ হাজার জল্পনা চললেও এখনও কোনপক্ষের থেকেই এই কথায় সিলমোহর পড়েনি৷ বিরাট এই মুহূর্তে বিবাহবার্ষিকী কাটিয়েছেন ও জাতীয় দলের দায়িত্ব থেকে ছুটি কাটাচ্ছিলেন৷ অন্যদিকে  আপাতত স্পটলাইট থেকে খানিকটা দূরে রয়েছেন অনুষ্কা। তাঁর অভিনীত ঝুলন গোস্বামীর বায়োপিক ওটিটি রিলিজের জন্য তৈরি তবে বড় পর্দায় তাঁর সেরকম কোনও কাজ বেশ কিছুদিন ধরেই নেই৷ তারমধ্যে বিরাটের সঙ্গে তাঁর একটি না দেখা ছবি সোশ্যাল মিডিয়ায় তুলেছে আলোড়ন৷
ফের কী অনুষ্কা শর্মা মা হতে চলেছেন আর বিরাট বাবা! এটা এখন মিলিয়ন ডলার প্রশ্ন৷ হাজার জল্পনা চললেও এখনও কোনপক্ষের থেকেই এই কথায় সিলমোহর পড়েনি৷ বিরাট এই মুহূর্তে বিবাহবার্ষিকী কাটিয়েছেন ও জাতীয় দলের দায়িত্ব থেকে ছুটি কাটাচ্ছিলেন৷ অন্যদিকে  আপাতত স্পটলাইট থেকে খানিকটা দূরে রয়েছেন অনুষ্কা। তাঁর অভিনীত ঝুলন গোস্বামীর বায়োপিক ওটিটি রিলিজের জন্য তৈরি তবে বড় পর্দায় তাঁর সেরকম কোনও কাজ বেশ কিছুদিন ধরেই নেই৷ তারমধ্যে বিরাটের সঙ্গে তাঁর একটি না দেখা ছবি সোশ্যাল মিডিয়ায় তুলেছে আলোড়ন৷
advertisement
2/6
গত কয়েক মাসে বিরাটের সঙ্গে অনুষ্কার ঘোরাঘুরির সময়ে বেবি বাম্প নিয়ে অনেক কথা হয়েছে৷ যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে ৷ কিন্তু এই মুহূর্তে অনুষ্কার সঙ্গে বিরাটের  যে অদেখা ছবিটি নিয়ে কথা হচ্ছে তাতে বিরাট সাদা কুর্তা ও অনুষ্কা ঘিয়ে রঙের শাড়িতে৷ বিরাট তাঁর ঘরণীর কাঁধ দিয়ে হাত দিয়ে রেখেছেন৷ অনুষ্কা নিজের হাত দিয়ে পেটের নিচে সাপোর্ট দিচ্ছেন৷
গত কয়েক মাসে বিরাটের সঙ্গে অনুষ্কার ঘোরাঘুরির সময়ে বেবি বাম্প নিয়ে অনেক কথা হয়েছে৷ যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে ৷ কিন্তু এই মুহূর্তে অনুষ্কার সঙ্গে বিরাটের  যে অদেখা ছবিটি নিয়ে কথা হচ্ছে তাতে বিরাট সাদা কুর্তা ও অনুষ্কা ঘিয়ে রঙের শাড়িতে৷ বিরাট তাঁর ঘরণীর কাঁধ দিয়ে হাত দিয়ে রেখেছেন৷ অনুষ্কা নিজের হাত দিয়ে পেটের নিচে সাপোর্ট দিচ্ছেন৷
advertisement
3/6
তাহলে কি অনুষ্কা প্রেগন্যান্ট হওয়ার পরিষ্কার তথ্য দিলেন এই ছবি দিয়ে এই নিয়ে যখন জোর জল্পনা, তখন নিউজ ১৮ এই ছবির তদন্তে নেমে এটিকে পুরনো ফটোর তকমাই দিচ্ছে৷ এটি একটি পুরনো ছবি যাতে ফটোশপ করা হয়েছে৷
তাহলে কি অনুষ্কা প্রেগন্যান্ট হওয়ার পরিষ্কার তথ্য দিলেন এই ছবি দিয়ে এই নিয়ে যখন জোর জল্পনা, তখন নিউজ ১৮ এই ছবির তদন্তে নেমে এটিকে পুরনো ফটোর তকমাই দিচ্ছে৷ এটি একটি পুরনো ছবি যাতে ফটোশপ করা হয়েছে৷
advertisement
4/6
অনুষ্কা ২০১৮ সালের দিওয়ালিতে এই একই শাড়ি পরেছিলেন। তিনি সেই সময়ে ফটো  তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ারও করেছিলেন৷  যাতে তাকে এবং বিরাটকে তাঁদের অ্যাপার্টমেন্টের বারান্দায় পোজ দিতে দেখা যাচ্ছিল।
অনুষ্কা ২০১৮ সালের দিওয়ালিতে এই একই শাড়ি পরেছিলেন। তিনি সেই সময়ে ফটো  তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ারও করেছিলেন৷  যাতে তাকে এবং বিরাটকে তাঁদের অ্যাপার্টমেন্টের বারান্দায় পোজ দিতে দেখা যাচ্ছিল।
advertisement
5/6
অনুষ্কার ভাই কর্ণেশ শর্মাও ২০১৮ সালে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে একই পোশাকে দম্পতির ছবি শেয়ার করেছিলেন।
অনুষ্কার ভাই কর্ণেশ শর্মাও ২০১৮ সালে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে একই পোশাকে দম্পতির ছবি শেয়ার করেছিলেন।
advertisement
6/6
অনুষ্কা শর্মা ২০২১ সালের জানুয়ারিতে মেয়ে ভামিকাকে জন্ম দিয়েছিলেন। তাঁরা গ্ল্যাম দুনিয়ার অন্যতম জনপ্রিয় দম্পতি। অনুষ্কার পরবর্তী কাজ স্পোর্টস বায়োপিক চাকদা এক্সপ্রেস। প্রসিত রায় পরিচালিত, এটি ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনের ওপর। তাঁকে কলাতে একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল৷
অনুষ্কা শর্মা ২০২১ সালের জানুয়ারিতে মেয়ে ভামিকাকে জন্ম দিয়েছিলেন। তাঁরা গ্ল্যাম দুনিয়ার অন্যতম জনপ্রিয় দম্পতি। অনুষ্কার পরবর্তী কাজ স্পোর্টস বায়োপিক চাকদা এক্সপ্রেস। প্রসিত রায় পরিচালিত, এটি ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনের ওপর। তাঁকে কলাতে একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল৷
advertisement
advertisement
advertisement