সৌরভের বাড়িতে বিয়ের সানাই! শ্বশুরমশাই হয়ে গেলেন দাদা! বছরের শুরুতেই বড় সুখবর

Last Updated:
Sourav Ganguly- একই ফ্রেমে দেখা যায় সৌরভ-সানা-ডোনাকে। বেহালার গঙ্গোপাধ্যায় পরিবারে এখন খুশির হাওয়া।
1/7
প্রথম দিন সপরিবারে এক ফ্রেমে সৌরভ গঙ্গোপাধ্যায়। কালো পোশাকে নজর করলেন সৌরভ ডোনা সানা। তবে শুধু জমকালো পোশাক নয়, নতুন দায়িত্বে সৌরভ। শ্বশুরের ভূমিকায় মহারাজ।
প্রথম দিন সপরিবারে এক ফ্রেমে সৌরভ গঙ্গোপাধ্যায়। কালো পোশাকে নজর করলেন সৌরভ ডোনা সানা। তবে শুধু জমকালো পোশাক নয়, নতুন দায়িত্বে সৌরভ। শ্বশুরের ভূমিকায় মহারাজ।
advertisement
2/7
সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মেয়ের এনগেজমেন্ট হল। স্নেহা ও নিখিলের এনগেজমেন্ট উপলক্ষে বছরের প্রথম দিন গঙ্গোপাধ্যায় পরিবারে সানাইয়ের সুর।
সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মেয়ের এনগেজমেন্ট হল। স্নেহা ও নিখিলের এনগেজমেন্ট উপলক্ষে বছরের প্রথম দিন গঙ্গোপাধ্যায় পরিবারে সানাইয়ের সুর।
advertisement
3/7
স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায়ের প্রথম পক্ষের কন্যা স্নেহা। কিছুদিন আগেই তাঁর বিয়ের খবর প্রকাশ্যে এসেছিল। মা, মোম গঙ্গোপাধ্যায় নভেম্বর মাসেই মেয়ের এনগেজমেন্ট এর খবর সোশ্যাল মিডিয়ার পোস্ট করেন।
স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায়ের প্রথম পক্ষের কন্যা স্নেহা। কিছুদিন আগেই তাঁর বিয়ের খবর প্রকাশ্যে এসেছিল। মা, মোম গঙ্গোপাধ্যায় নভেম্বর মাসেই মেয়ের এনগেজমেন্ট এর খবর সোশ্যাল মিডিয়ার পোস্ট করেন।
advertisement
4/7
জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গোপাধ্যায় পরিবারের আত্মীয়-স্বজন। এদিন সৌরভ কালো পাঞ্জাবি ও কালো শালে ধরা দেন। কালো পাঞ্জাবিতে সাদা রঙের নকশা করা কাজ। আর শালে গোল্ডেন নকশার কাজ।
জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গোপাধ্যায় পরিবারের আত্মীয়-স্বজন। এদিন সৌরভ কালো পাঞ্জাবি ও কালো শালে ধরা দেন। কালো পাঞ্জাবিতে সাদা রঙের নকশা করা কাজ। আর শালে গোল্ডেন নকশার কাজ।
advertisement
5/7
সৌরভের পোশাকের সঙ্গে তাল মিলিয়ে সানা এবং ডোনাও কালো রঙের পোশাক পরেছিলেন। তিনজনেই এদিন দেদার ছবি তোলেন। খোশমেজাজে দেখা যায় দাদাকে।
সৌরভের পোশাকের সঙ্গে তাল মিলিয়ে সানা এবং ডোনাও কালো রঙের পোশাক পরেছিলেন। তিনজনেই এদিন দেদার ছবি তোলেন। খোশমেজাজে দেখা যায় দাদাকে।
advertisement
6/7
এর আগে স্নেহার মা মোম ইনস্টা পোস্টে জানিয়েছিলেন, মেয়ের জীবনে সদ্য একজন এসেছেন। আর দুজনকে একসঙ্গে দেখে তিনি যে বেশ খুশি সেটাও জানিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মেয়ে ও তাঁর প্রেমিকের ছবি শেয়ার করেন মোম। বেশ একটা রোম্যান্টিক মেজাজে স্নেহা ও তাঁর প্রেমিককে দেখা গিয়েছিল।
এর আগে স্নেহার মা মোম ইনস্টা পোস্টে জানিয়েছিলেন, মেয়ের জীবনে সদ্য একজন এসেছেন। আর দুজনকে একসঙ্গে দেখে তিনি যে বেশ খুশি সেটাও জানিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মেয়ে ও তাঁর প্রেমিকের ছবি শেয়ার করেন মোম। বেশ একটা রোম্যান্টিক মেজাজে স্নেহা ও তাঁর প্রেমিককে দেখা গিয়েছিল।
advertisement
7/7
একই ফ্রেমে দেখা যায় সৌরভ-সানা-ডোনাকে। বেহালার গঙ্গোপাধ্যায় পরিবারে এখন খুশির হাওয়া।
একই ফ্রেমে দেখা যায় সৌরভ-সানা-ডোনাকে। বেহালার গঙ্গোপাধ্যায় পরিবারে এখন খুশির হাওয়া।
advertisement
advertisement
advertisement