কেউ দশম, কেউ দ্বাদশ শ্রেণি পাশ...দেখে নিন ভারতীয় ক্রিকেটারদের শিক্ষাগত যোগ্যতা
Last Updated:
advertisement
• এম এস ধোনি: পুরোদমে খেলা শুরুর আগে দশম শ্রেণি পর্যন্ত শেষ করেছিলেন ধোনি ৷ এরপর খেলার সময় বাঁচিয়ে বেশ কষ্ট করেই দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়েছিলেন ভারতীয় টিমের বর্তমান মেরুদণ্ড ৷ পড়াশোনা করার প্রবল আগ্রহ নিয়ে মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে বি.কম নিয়ে নামও লেখান ধোনি ৷ কিন্তু সেই পড়া শেষ করতে পারেননি ৷
advertisement
• বিরাট কোহলি: বিশাল ভারতী পাবলিক স্কুলে পড়াশোনা শুরু ৷ ক্লাস নাইন সেখানেই পড়েছিলেন বিরাট ৷ এরপর ক্রিকেটে মনোনিবেশ করার জন্য তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছিল স্যাভিয়ের কনভের পশ্চিম বিহারে ৷ সেখানেই ক্লাস টুয়েলভ পাশ করেন কোহলি ৷ পড়াশোনায় খুবই ভাল ছিলেন তিনি ৷ কিন্তু এরপর আর পড়া এগিয়ে নিয়ে যেতে পারেননি ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement