কেউ দশম, কেউ দ্বাদশ শ্রেণি পাশ...দেখে নিন ভারতীয় ক্রিকেটারদের শিক্ষাগত যোগ্যতা

Last Updated:
1/9
• চলছে আইসিসি-র বিশ্বকাপ টুর্নামেন্ট ৷ বিশ্বের দরবারে জোরদার শুরুয়াৎ করেছে টিম ইন্ডিয়া ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় ছিল সহজ ৷ এরপর রুদ্ধশ্বাস ম্যাচে অস্ট্রেলিয়াকেও ৩৬ রানে পরাস্ত করেছে কোহলি ব্রিগেড ৷ জানেন কী, ভারতের এই ক্রিকেট টিমে কার শিক্ষাগত যোগ্যতা কত?
• চলছে আইসিসি-র বিশ্বকাপ টুর্নামেন্ট ৷ বিশ্বের দরবারে জোরদার শুরুয়াৎ করেছে টিম ইন্ডিয়া ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় ছিল সহজ ৷ এরপর রুদ্ধশ্বাস ম্যাচে অস্ট্রেলিয়াকেও ৩৬ রানে পরাস্ত করেছে কোহলি ব্রিগেড ৷ জানেন কী, ভারতের এই ক্রিকেট টিমে কার শিক্ষাগত যোগ্যতা কত?
advertisement
2/9
• এম এস ধোনি: পুরোদমে খেলা শুরুর আগে দশম শ্রেণি পর্যন্ত শেষ করেছিলেন ধোনি ৷ এরপর খেলার সময় বাঁচিয়ে বেশ কষ্ট করেই দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়েছিলেন ভারতীয় টিমের বর্তমান মেরুদণ্ড ৷ পড়াশোনা করার প্রবল আগ্রহ নিয়ে মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে বি.কম নিয়ে নামও লেখান ধোনি ৷ কিন্তু সেই পড়া শেষ করতে পারেননি ৷
• এম এস ধোনি: পুরোদমে খেলা শুরুর আগে দশম শ্রেণি পর্যন্ত শেষ করেছিলেন ধোনি ৷ এরপর খেলার সময় বাঁচিয়ে বেশ কষ্ট করেই দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়েছিলেন ভারতীয় টিমের বর্তমান মেরুদণ্ড ৷ পড়াশোনা করার প্রবল আগ্রহ নিয়ে মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে বি.কম নিয়ে নামও লেখান ধোনি ৷ কিন্তু সেই পড়া শেষ করতে পারেননি ৷
advertisement
3/9
• বিরাট কোহলি: বিশাল ভারতী পাবলিক স্কুলে পড়াশোনা শুরু ৷ ক্লাস নাইন সেখানেই পড়েছিলেন বিরাট ৷ এরপর ক্রিকেটে মনোনিবেশ করার জন্য তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছিল স্যাভিয়ের কনভের পশ্চিম বিহারে ৷ সেখানেই ক্লাস টুয়েলভ পাশ করেন কোহলি ৷ পড়াশোনায় খুবই ভাল ছিলেন তিনি ৷ কিন্তু এরপর আর পড়া এগিয়ে নিয়ে যেতে পারেননি ৷
• বিরাট কোহলি: বিশাল ভারতী পাবলিক স্কুলে পড়াশোনা শুরু ৷ ক্লাস নাইন সেখানেই পড়েছিলেন বিরাট ৷ এরপর ক্রিকেটে মনোনিবেশ করার জন্য তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছিল স্যাভিয়ের কনভের পশ্চিম বিহারে ৷ সেখানেই ক্লাস টুয়েলভ পাশ করেন কোহলি ৷ পড়াশোনায় খুবই ভাল ছিলেন তিনি ৷ কিন্তু এরপর আর পড়া এগিয়ে নিয়ে যেতে পারেননি ৷
advertisement
4/9
798992-shikhar-dhawan-pti
798992-shikhar-dhawan-pti
advertisement
5/9
• যশপ্রীত বুমরাহ: দশম শ্রেণি পর্যন্ত পড়েছেন এই মুহূর্তে বিশ্বের নম্বর ওয়ান বোলার ৷
• যশপ্রীত বুমরাহ: দশম শ্রেণি পর্যন্ত পড়েছেন এই মুহূর্তে বিশ্বের নম্বর ওয়ান বোলার ৷
advertisement
6/9
• রোহিত শর্মা: স্কুলিং শুরু আওয়ার লেডি অব ভেলাকানি-তে ৷ দারুণ ক্রিকেট খেলার জন্য স্কুলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতেন তিনি ৷ স্কুলের পর অবশ্য আর এগিয়ে নিয়ে যায়নি পড়াশোনা ৷
• রোহিত শর্মা: স্কুলিং শুরু আওয়ার লেডি অব ভেলাকানি-তে ৷ দারুণ ক্রিকেট খেলার জন্য স্কুলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতেন তিনি ৷ স্কুলের পর অবশ্য আর এগিয়ে নিয়ে যায়নি পড়াশোনা ৷
advertisement
7/9
• হার্দিক পান্ডিয়া: ক্লাস নাইন পর্যন্তই পড়াশোনা করেছেন হার্দিক ৷
• হার্দিক পান্ডিয়া: ক্লাস নাইন পর্যন্তই পড়াশোনা করেছেন হার্দিক ৷
advertisement
8/9
• সুরেশ রায়না: স্কুলের গণ্ডি পর্যন্তই পড়াশোনা করেছেন সুরেশ ৷
• সুরেশ রায়না: স্কুলের গণ্ডি পর্যন্তই পড়াশোনা করেছেন সুরেশ ৷
advertisement
9/9
• রবিচন্দ্রন অশ্বিন: পদ্ম শেষাদ্রী বালা ভবনে স্কুলিং শুরু ৷ সেখান থেকে সেন্ট বেদে’জ ৷ এরপর এসএসএন কলেজ থেকে আইটি-তে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন অশ্বিন ৷
• রবিচন্দ্রন অশ্বিন: পদ্ম শেষাদ্রী বালা ভবনে স্কুলিং শুরু ৷ সেখান থেকে সেন্ট বেদে’জ ৷ এরপর এসএসএন কলেজ থেকে আইটি-তে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন অশ্বিন ৷
advertisement
advertisement
advertisement