Digital Media Rights Auction: ২০২৪ অবধি ইন্টারনেট ইউজার হবে ৯০ কোটি! ৩২ হাজার কোটি টাকা অবধি লাভের আশায় বিসিসিআই
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
আইপিএল থেকে হাজার হাজার কোটি আয়ের পথে ভারতীয় বোর্ড
advertisement
ইতিমধ্যেই ই কমার্সের জায়ন্ট অ্যামাজন মিডিয়া রাইটস (২০২৩-২০২৭) -র দৌড় থেকে নিজেদের সরিয়ে নিয়েছে৷ স্পোর্টস ব্রডকাস্টার ডিজনি হটস্টার, সনি এবং ভায়াকম ১৮ এই তিন জায়ন্ট এখন নিলামে অংশ নিচ্ছে৷ গতবার স্টার ইন্ডিয়া ২০১৮ থেকে ২০২২ অবধি আইপিএল ইন্ডিয়ার ব্রডকাস্ট মিডিয়া রাইটস জিতেছিল৷ স্টার ইন্ডিয়া গ্লোবাল বিডে ১৬,৩৪৭ হাজার কোটি টাকার সবচেয়ে বড় বিড হেঁকেছিল৷ বিসিসিআই এবারের নিলামের সর্বনিম্ন মূল্য ৩২,৮৯০ কোটি টাকা রেখেছে৷
advertisement
বিসিসিআই প্রতি ম্যাচে ১২ মিলিয়ন ডলার পাবে এমন আশা করছে বিসিসিআই সচিব জয় শাহ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছে আধার মূল্যের ওপরে যায় তাতে আইপিএল ব্র্যান্ড ভ্যালুতে প্রচুর লাভ হবে৷ জয় শাহ সম্পর্কে বলা যায়, ‘‘বর্তমানে এনএফএল এক ম্যাচের ব্রডকাস্টের জন্য ১৭ মিলিয়ন ডলার অন্তর্ভুক্ত করা হয়েছে৷ এই কোনও স্পোর্টস লিগের সবচেয়ে বেশি৷ এরপরে ইংলিশ প্রিমিয়ার সিগে ১১ মিলিয়ন ডলার রয়েছে, মেজর লিগ বেসবলের পরিসংখ্যান প্রায় সমান৷
advertisement
গত পাঁচ বছরের চক্রে এক আইপিএল ম্যাচ থেকে ৯ মিলিয়ন ডলার পেয়েছেন৷ এই বিষয়ে আমার নূন্যতম আধার মূল্য নির্ধারিত করা হয়েছে৷ এটা দেখে বিসিসিআইয়েক প্রতি আইপিএল ম্যাচের জন্য ১২ মিলিয়ন ডলার অন্তর্ভুক্ত করা হয়েছে৷ তাই দেখে বিসিসিআই প্রতি আইপিএল ম্যাচ থেকে ১২ মিলিয়ন ডলারের ভুক্তি হয়েছে৷ বিশ্বমঞ্চে ভারতীয় ক্রিকেটের জন্য একটা বড় লাফ হবে৷ ’’
advertisement
আইপিএল মিডিয়া রাইটস ১০ কোম্পানি দৌড়ে আইপিএল মিডিয়া রাইটসের জন্য এখনও অবধি ১০ কোম্পানি (টিভি ও স্ট্রিমিং) রয়েছে দৌড়ে৷ এবার মিডিয়া রাইটসের জন্য ৪ টি বিশেষ প্যাকেজ রয়েছে৷ যেখানে প্রত্যেক সত্রে ৭৪ ম্যাচের জন্য ২ দিন অবধি ই নিলাম হবে৷ ২০২৬-২৭ অবদি ম্যাচের সংখ্যা বেড়ে ৯৪ করার জন্য ভাবছে৷ করোনা অতিমারির আবহাওয়া বিসিসিআই দুটি নতুন দলের বিডিং নিয়েছে৷ এই বিক্রি থেকে তারা ১.৭ আরব ডলার কামিয়েছে৷ লখনউ ফ্রাঞ্চাইজির জন্য আধারমূল্য ২৫০ গুণ বেশি৷