Dream 11 4crore Rupees Prize: দল বানালেন, কোটিপতিও হলেন, কিন্তু জানেন কি ৪ কোটি টাকা প্রাইজে জিতলে কেটেকুটে হাতে মাত্র কত টাকা থাকে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Dream 11 4crore Rupees Prize: ড্রিম ইলেভেনে ৪ কোটি পেয়ে আনন্দে লাফাচ্ছেন, ঘ্যাচাং করে কত্তগুলো টাকা কেটে নেবে কোনও আন্দাজ আছে?
নয়াদিল্লি: আইপিএলের সময় আইপিএলের বাজার যেরকম জমজমাট থাকে ঠিক তেমনিই মার্কেটে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ড্রিম ১১-র একাধিক ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্মের৷ যেখানে দল গঠন করে কোটি কোটি টাকাও রোজগার করেছেন বহু মানুষ। আসলে মাত্র ৩৯ টাকা লাগিয়ে এখানে সঠিকভাবে দল তৈরি করতে পারলে কোটি টাকা পুরস্কার জেতা কোনও বিষয় নয়৷ এই ড্রিম ইলেভেনে সফল হতে গেলে লাগে ক্রিকেট সম্পর্কে একটু জ্ঞান এবং খানিকটা ভাগ্য৷
advertisement
সম্প্রতি উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলার ঘাসি রাম পুরওয়া গ্রামের শ্রমিক মঙ্গলি প্রসাদ এক কোটি নয় একেবারে ৪ কোটি টাকা জিতেছেন৷ ২৯ এপ্রিল পঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংসের মধ্যে আইপিএল ম্যাচে দল তৈরি করতে মঙ্গল প্রসাদ ড্রিম ১১-এ মাত্র ৩৯ টাকা বিনিয়োগ করেছিলেন৷ এরপর ম্যাচ শেষ হতে তিনি মালামাল হয়ে যান৷ মঙ্গল প্রসাদ এদিনের ম্যাচে দল বানিয়ে ৪ কোটি টাকা জিতেছেন৷ কিন্তু জানেন কি এই ৪ কোটি টাকার পুরোটা তিনি হাতে পাবেন না৷ তাঁর অ্যাকাউন্টে কত টাকা জমা হবে এবং কেন জমা হবে সেটাই জেনে, কারণ কখনও যদি আপনার ভাগ্যে শিকে ছেঁড়ে তাহলে আপনি নিজে কত টাকার মালিক হবেন সেটা আগাম জানুন৷
advertisement
মাঙ্গালি ৪ কোটি টাকা জিতেছেন, কিন্তু আয়কর আইনের বিধানের কারণে তিনি পুরো টাকা পাবেন না। ১৯৬১ সালের আয়কর আইনের ৫৬(২)(আইবি) ধারার অধীনে ড্রিম১১ পুরস্কারের অর্থ "অন্যান্য উৎস থেকে আয়" হিসেবে বিবেচিত হয়। তাই বিজয়ী যে পরিমাণ আয় করেন তাঁর থেকে আয়কর এবং সেস এবং টিডিএস কেটে নেওয়া হয়৷ এই ৪,০০,০০,০০০ টাকার ক্ষেত্রেও সেই নিয়মই প্রযোজ্য হবে৷ Photo- Collected
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement