যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিংও একজন অভিনেত্রীকে বিয়ে করেছিলেন, জেনে নিন দ্বিতীয় স্ত্রী এবং অন্যান্য সন্তানদের কথা
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Yuvraj Singh's Father Yograj Singh Married An Actress: যুবরাজ সিংয়ের বাবা হিসেবে পরিচিত যোগরাজ সিং সম্প্রতি নিজের স্পষ্টবাদী বক্তব্যের জন্য আলোচনায় এসেছেন।
প্রচলিত ধারণা এই যে ছেলেরা বাবার স্বভাব পেয়ে থাকে। সবার ক্ষেত্রে কথাটা সত্যি, এমনটা বলা যাবে না। কিন্তু যুবরাজ সিংয়ের ক্ষেত্রে তা অক্ষরে অক্ষরে সত্যি, যা দেখা যাচ্ছে। বাবা আর ছেলে দু’জনেরই জীবন বাইশ গজ থেকে এসেছে ক্যামেরার সামনে, দু’জনেই বিয়ে করেছেন অভিনয় জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বকে। যদিও যোগরাজ সিংয়ের এই অভিনেত্রীকে বিয়ের ব্যাপারটা খুব কম লোকেই জানে।
advertisement
যুবরাজ সিংয়ের বাবা হিসেবে পরিচিত যোগরাজ সিং সম্প্রতি নিজের স্পষ্টবাদী বক্তব্যের জন্য আলোচনায় এসেছেন। ভারতের হয়ে মাত্র একটি টেস্ট এবং ছয়টি ওয়ানডে ম্যাচ খেলার সংক্ষিপ্ত ক্রিকেট কেরিয়ার সত্ত্বেও যোগরাজের সাফল্যের আকাঙ্ক্ষা তাঁর বড় ছেলে যুবরাজের মাধ্যমে প্রবাহিত হয়েছিল, যাঁকে তিনি ক্রিকেটে প্রবেশ করিয়েছিলেন। এই দৃঢ় সংকল্প যুবরাজকে একজন বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেটারে পরিণত করে।
advertisement
তবে, যোগরাজের ব্যক্তিগত জীবন তাঁর পেশাদার সাফল্যের প্রতিফলন ঘটায়নি; তিনি একজন স্বামী এবং পিতা হিসেবে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। যোগরাজের প্রথম বিয়ে হয়েছিল যুবরাজ সিংয়ের মা শবনম কৌরের সঙ্গে। শবনম একজন আধুনিক ইসলাম ধর্মাবলম্বী মহিলা, বদমেজাজের কারণে প্রায়শই যোগরাজের সঙ্গে ঝগড়া হত তাঁর। তাঁদের দুই ছেলে- যুবরাজ এবং জোরাভর।
advertisement
ছেলেদের কিশোর বয়সেই বৈবাহিক অশান্তি শবনম আর যোগরাজকে বিবাহবিচ্ছেদের দিকে পরিচালিত করে, যার পরে ছেলেরা তাঁদের মায়ের সঙ্গেই থাকতেন। বিবাহবিচ্ছেদের পর যোগরাজ ১৯৯০-এর দশকে পঞ্জাবি অভিনেত্রী নীনা বুন্ধেলকে বিয়ে করেন। ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন যেখানে নীনার সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁদের বিবাহের ফলে নীনা যোগরাজের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান, পরিবারে মনোযোগ দেওয়ার জন্য নিজের চলচ্চিত্র কেরিয়ারে ইতি টানেন।
advertisement
advertisement
অমরজিৎ, যিনি অ্যামি নামে পরিচিত, প্রথমে টেনিস খেলতেন কিন্তু, সম্প্রতি মালয়েশিয়ায় এশিয়া প্যাসিফিক প্যাডেল কাপে প্যাডেল স্পোর্টসে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। যোগরাজের ব্যক্তিগত জীবনের জটিলতা সত্ত্বেও যুবরাজ সিং তাঁর সৎ-ভাই ভিক্টর এবং অমরজিতের সঙ্গে একটি বিশেষ সম্পর্ক বজায় রেখেছেন, কোনও মনোমালিন্যের জায়গা রাখেননি!
