গর্ভবতী স্ত্রী প্রেম করে লুকিয়ে! পিঠে ছুড়ি মারে বন্ধু! ভারতীয় ক্রিকেটারের জীবন হয় নরক!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Dinesh Karthik-Nikita Banjara relation- পারস্পারিক সমঝোতার মাধ্যমেই আলাদা হয়ে যান দীনেশ কার্তিক ও নিকিতা বানজারা। ততদিনে অবশ্য নিকিতা অন্তঃসত্ত্বা। এর পর মুরলী বিজয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নিকিতা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পারস্পারিক সমঝোতার মাধ্যমেই আলাদা হয়ে যান দীনেশ কার্তিক ও নিকিতা বানজারা। ততদিনে অবশ্য নিকিতা অন্তঃসত্ত্বা। এর পর মুরলী বিজয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নিকিতা। নিকিতা অন্তঃসত্ত্বা—বিষয়টা হাসিমুখেই মেনে নিয়েছিলেন মুরলী। ২০১৩ সালে তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান নবীন। জানা যায়, আইপিএলের কোনো এক মরসুমে পরিচয় হয়েছিল মুরলী-নিকিতার। কিন্তু ঠিক কত বছর তাঁরা এই সম্পর্কের বিষয়টা দীনেশ কার্তিক-সহ সবার আড়ালে রাখে সেটা কখনই জানা যায়নি।
advertisement