২০২৬ বিশ্বকাপে এমবাপেদের কোচ কে, জানিয়ে দিল ফরাসী ফুটবল সংস্থা

Last Updated:
কাতার বিশ্বকাপের পরই দিদিয়ের দেশঁ-র সঙ্গে চুক্তি শেষ হয়েছিল ফ্রান্সের। ফাইনাল হারের পর তাকেই ফের কোচ করা হবে কিনা তা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত কোচের নাম ঘোষণা করল ফ্রান্স।
1/5
কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর দিদিয়ের দেশঁ আর ফ্রান্সের কোচ থাকবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল। তারসঙ্গে ফরাসী ফুটবল সংস্থার চুক্তিও শেষ হয়ে গিয়েছিল।
কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর দিদিয়ের দেশঁ আর ফ্রান্সের কোচ থাকবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল। তারসঙ্গে ফরাসী ফুটবল সংস্থার চুক্তিও শেষ হয়ে গিয়েছিল।
advertisement
2/5
এমব্যাপে স্টিম রোলার, বিরাট সার্টিফিকেট জিদানের
এমব্যাপে স্টিম রোলার, বিরাট সার্টিফিকেট জিদানের
advertisement
3/5
অপরদিকে ফ্রান্সের সম্ভাব্য একাদশে গোলকিপার- লরিস, ডিফেম্স- কন্ডে, ভারানে, উপেমেকানো, হার্নান্ডেজ, ডিফেন্সিভ মিডফিল্ড- টিচোউমেনি, র‌্যাবিয়ট, অ্যাটাকিং মিডফিল্ড- ডেম্বেলে, গ্রিজম্যান, এমবাপে, স্ট্রাইকার- জিরুর।
অপরদিকে ফ্রান্সের সম্ভাব্য একাদশে গোলকিপার- লরিস, ডিফেম্স- কন্ডে, ভারানে, উপেমেকানো, হার্নান্ডেজ, ডিফেন্সিভ মিডফিল্ড- টিচোউমেনি, র‌্যাবিয়ট, অ্যাটাকিং মিডফিল্ড- ডেম্বেলে, গ্রিজম্যান, এমবাপে, স্ট্রাইকার- জিরুর।
advertisement
4/5
দীর্ঘ সময় ধরে ফ্রান্সের জাতীয় দলের কোচিং করাচ্ছেন দিদিয়ের দেশঁ। ২০১২ সাল থেকে দায়িত্ব নিয়েছিলেন তিনি। এক দশকের বেশি সময় ধরে কোচিং করাচ্ছেন। এবার ২০২৬ সাল পর্যন্ত তার মেয়াদ। এত বছর টানা কোনও জাতীয় দলের কোচ থাকা সত্যিঁ গর্বের ও বিরল।
দীর্ঘ সময় ধরে ফ্রান্সের জাতীয় দলের কোচিং করাচ্ছেন দিদিয়ের দেশঁ। ২০১২ সাল থেকে দায়িত্ব নিয়েছিলেন তিনি। এক দশকের বেশি সময় ধরে কোচিং করাচ্ছেন। এবার ২০২৬ সাল পর্যন্ত তার মেয়াদ। এত বছর টানা কোনও জাতীয় দলের কোচ থাকা সত্যিঁ গর্বের ও বিরল।
advertisement
5/5
দিদিয়ের দেশঁ-র কোচিংয়ে ফ্রান্সের সাফল্যও কম নয়। ২০১৮ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন। ২০২২ সালে রানার্স। ২০২০-২১ মরসুমে উয়েফা নেশনস লিগ চ্যাম্পিয়ন। ২০১৬ সালে ইউরো কাপ রানার্স। এবার ২০২৬ সালে এমবাপেদের আরও একবার বিশ্ব চ্যাম্পিয়ন করার শপথ নিয়ে পথ চলা শুরু করতে চলেছেন দিদিয়ের দেশঁ।
দিদিয়ের দেশঁ-র কোচিংয়ে ফ্রান্সের সাফল্যও কম নয়। ২০১৮ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন। ২০২২ সালে রানার্স। ২০২০-২১ মরসুমে উয়েফা নেশনস লিগ চ্যাম্পিয়ন। ২০১৬ সালে ইউরো কাপ রানার্স। এবার ২০২৬ সালে এমবাপেদের আরও একবার বিশ্ব চ্যাম্পিয়ন করার শপথ নিয়ে পথ চলা শুরু করতে চলেছেন দিদিয়ের দেশঁ।
advertisement
advertisement
advertisement