David Lalhlansanga-Mohammedan SC: মহমেডানের সঙ্গে চুক্তি বাড়াচ্ছেন না, ডেভিডের চোখ এখন আইএসএল-এ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:PARADIP GHOSH
Last Updated:
যে বড় ভাইকে দেখে ফুটবল খেলা শুরু, দুর্ঘটনায় হারিয়েছেন সেই ভাইকে। মিজো গ্রাম থেকে ময়দানের লাইমলাইটে মিজো গোলমেশিন।
পারাদীপ ঘোষ: বচপন কা প্যায়ার মেরা ভুল নেহি জানা রে..! মোবাইল নম্বর ডায়াল করলেই কলার টিউনে বেজে ওঠে বলিউডে বাদশার সুপারহিট এই গানটা! মহমেডানের গোলমেশিন! কলকাতা ফুটবলের নতুন হার্টথ্রব। বছর বাইশের পাহাড়ি ছেলেটা ভারতীয় ফুটবলের নতুন তারা। ডুরান্ডের পর কলকাতা লিগেও সর্বোচ্চ গোলদাতার মুকুট মিজো গোলমেশিনের দখলে।
advertisement
advertisement
মিজোরামের কোলাসিবে চার বোন ও তিন ভাইয়ের সংসারে দু'বারের চেষ্টায় যখন ফোনে ধরা গেল ডেভিডকে, বছর বাইশের উঠতি স্ট্রাইকার তখন তৈরি হচ্ছিলেন পরিবারের সঙ্গে বাইরে যাওয়ার জন্য। কোলাসিবের কৃষক পরিবারের সন্তান ডেভিড। বাবা মারা গিয়েছেন। ফুটবলের সঙ্গে প্রেম বছর আটেক বয়স থেকে। কিন্তু যে বড় ভাইকে দেখে ফুটবল খেলতে শুরু করা, গাড়ি দুর্ঘটনায় হারাতে হয়েছে সেই ভাইকেও!
advertisement
তাই সাফল্যের ঝলমলে দিনেও বাবা বা বড় ভাইয়ের কথায় গলা বুজে আসে ভারতীয় ফুটবলের নতুন তারার! ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত ডেভিড আড্ডার মাঝেই বলছিলেন,‘‘আইএসএল ক্লাবের অফার রয়েছে। বিশ্বাস করুন, ভীষণ ভাবে আইএসএল খেলতে চাই। কিন্তু জানুয়ারির আগে সেটা সম্ভব নয়! মহমেডানের সঙ্গে এক মরশুমের চুক্তি। মহমেডান ক্লাব ছাড়লে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সই করতে পারি। তার আগে আই লিগের সাদা কালোকে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য!’’
advertisement