CSK: ১৭ বছরের আইপিএল, এমন লজ্জার রেকর্ড এবারই প্রথম চেন্নাইয়ের, এ কী কাণ্ড ধোনির দলের!

Last Updated:
CSK: ২০২২ সালে এমন খারাপ অবস্থা ছিল চেন্নাইয়ের। তবে সেবার তারা ৯ নম্বরে শেষ করেছিল। মাঝপথে ক্যাপ্টেন্সির দায়িত্ব কাঁধে নিচে হয় ধোনিকে। রুতুরাজ গায়কোয়াড় চোট পাওয়ায়। তবে তাতেও দলের কোনও লাভ হয়নি।
1/7
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হার্শা ভোগলে দ্বিতীয় প্রশ্নটাই করেছিলেন অবসর নিয়ে। খানিকটা হেসে ধোনি বললেন, 'সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার কাছে এখনও চার-পাঁচ মাস সময় আছে। কোনও তাড়াহুড়ো নেই। ফিটনেস ঠিক রাখতে হবে। নিজের সেরাটা দিতে হবে। এখনও  শরীর ধকল নিতে পারছে।' ধোনি কিন্তু এটা বলে গেলেন না, পরের আইপিএলে খেলবেন। আবার এটাও বললেন না যে তিনি খেলবেন না!
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হার্শা ভোগলে দ্বিতীয় প্রশ্নটাই করেছিলেন অবসর নিয়ে। খানিকটা হেসে ধোনি বললেন, 'সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার কাছে এখনও চার-পাঁচ মাস সময় আছে। কোনও তাড়াহুড়ো নেই। ফিটনেস ঠিক রাখতে হবে। নিজের সেরাটা দিতে হবে। এখনও শরীর ধকল নিতে পারছে।' ধোনি কিন্তু এটা বলে গেলেন না, পরের আইপিএলে খেলবেন। আবার এটাও বললেন না যে তিনি খেলবেন না!
advertisement
2/7
 আগের ম্যাচে ধোনির পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন রাজস্থানের ১৪ বছরের ক্রিকেটার বৈভব সূর্যবংশী। সেই প্রসঙ্গে ধোনি বলেন, 'মাঝেমাঝে মনে হয় অনেক বয়স হয়ে গেছে। ডাগআউটে সবার পিছনে বসি আমি। আমার আসনের ঠিক আগেই বসে আন্দ্রে (সিদ্ধার্থ)। তাকে জিজ্ঞেস করেছিলাম, তার বয়স কত? শুনলাম, আমার থেকে ঠিক ২৫ বছরের ছোট!' অর্থাৎ বল-কলমে ধোনি মেনে নিলেন, অবসর নেওয়ার মতো বয়স তাঁর হয়েছে।
আগের ম্যাচে ধোনির পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন রাজস্থানের ১৪ বছরের ক্রিকেটার বৈভব সূর্যবংশী। সেই প্রসঙ্গে ধোনি বলেন, 'মাঝেমাঝে মনে হয় অনেক বয়স হয়ে গেছে। ডাগআউটে সবার পিছনে বসি আমি। আমার আসনের ঠিক আগেই বসে আন্দ্রে (সিদ্ধার্থ)। তাকে জিজ্ঞেস করেছিলাম, তার বয়স কত? শুনলাম, আমার থেকে ঠিক ২৫ বছরের ছোট!' অর্থাৎ বল-কলমে ধোনি মেনে নিলেন, অবসর নেওয়ার মতো বয়স তাঁর হয়েছে।
advertisement
3/7
১৬ বছর আইপিএলে খেলে এই প্রথমবার পয়েন্ট তালিকায় সবার শেষে সিএসকে। এক বছর তাদের নির্বাসন কাটাতে হয়েছিল। তা ছাড়া কোনও বছর এমন লজ্জার রেকর্ড নিয়ে ধোনির চেন্নাইকে আইপিএল শেষ করতে হয়নি।
১৬ বছর আইপিএলে খেলে এই প্রথমবার পয়েন্ট তালিকায় সবার শেষে সিএসকে। এক বছর তাদের নির্বাসন কাটাতে হয়েছিল। তা ছাড়া কোনও বছর এমন লজ্জার রেকর্ড নিয়ে ধোনির চেন্নাইকে আইপিএল শেষ করতে হয়নি।
advertisement
4/7
আজ পর্যন্ত কখনও আইপিএল পয়েন্ট তালিকায় দশম স্থানে শেষ করেনি সিএসকে। তবে এবার সেটাই হল। শেষ ম্যাচে চেন্নাই জয় পেল বটে। তবে তাতে লজ্জার রেকর্ড থেকে রেহাই পেলেন না ধোনিরা।
আজ পর্যন্ত কখনও আইপিএল পয়েন্ট তালিকায় দশম স্থানে শেষ করেনি সিএসকে। তবে এবার সেটাই হল। শেষ ম্যাচে চেন্নাই জয় পেল বটে। তবে তাতে লজ্জার রেকর্ড থেকে রেহাই পেলেন না ধোনিরা।
advertisement
5/7
ব্যাটিং-বোলিংয়ের ব্যর্থতা, খারাপ ফিল্ডিং গোটা মরশুমজুড়ে। আর তার জেরেই এবারের আইপিএলে সিএসকে-র এমন অবস্থা! ধোনি গোটা আইপিএলে যেন নিজেকে গুটিয়ে রাখলেন। ব্যাট হাতে নামলেন নিচের দিকে। তা নিয়ে প্রশ্ন উঠল। মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল চেন্নাই। তার পর থেকে টানা হার।
ব্যাটিং-বোলিংয়ের ব্যর্থতা, খারাপ ফিল্ডিং গোটা মরশুমজুড়ে। আর তার জেরেই এবারের আইপিএলে সিএসকে-র এমন অবস্থা! ধোনি গোটা আইপিএলে যেন নিজেকে গুটিয়ে রাখলেন। ব্যাট হাতে নামলেন নিচের দিকে। তা নিয়ে প্রশ্ন উঠল। মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল চেন্নাই। তার পর থেকে টানা হার।
advertisement
6/7
পরপর দুই মরশুম প্লে অফের যোগ্যতা অর্জন করতে পারেনি সিএসকে। এই রেকর্ড তাদের আগে নেই। গোটা টুর্নামেন্টে মাত্র ৪টি ম্যাচ জিতেছে চেন্নাই, পয়েন্ট ৮।
পরপর দুই মরশুম প্লে অফের যোগ্যতা অর্জন করতে পারেনি সিএসকে। এই রেকর্ড তাদের আগে নেই। গোটা টুর্নামেন্টে মাত্র ৪টি ম্যাচ জিতেছে চেন্নাই, পয়েন্ট ৮।
advertisement
7/7
২০২২ সালে এমন খারাপ অবস্থা ছিল চেন্নাইয়ের। তবে সেবার তারা ৯ নম্বরে শেষ করেছিল। মাঝপথে ক্যাপ্টেন্সির দায়িত্ব কাঁধে নিচে হয় ধোনিকে। রুতুরাজ গায়কোয়াড় চোট পাওয়ায়। তবে তাতেও দলের কোনও লাভ হয়নি। হারের ধারা অব্যহত ছিল চেন্নাইয়ের।
২০২২ সালে এমন খারাপ অবস্থা ছিল চেন্নাইয়ের। তবে সেবার তারা ৯ নম্বরে শেষ করেছিল। মাঝপথে ক্যাপ্টেন্সির দায়িত্ব কাঁধে নিচে হয় ধোনিকে। রুতুরাজ গায়কোয়াড় চোট পাওয়ায়। তবে তাতেও দলের কোনও লাভ হয়নি। হারের ধারা অব্যহত ছিল চেন্নাইয়ের।
advertisement
advertisement
advertisement