হোম » ছবি » খেলা » 'ও আর ফিট হচ্ছে না', রায়নাকে না নেওয়ার কারণ জানাল চেন্নাই সুপার কিংস
Suresh Raina: 'ও আর ফিট হচ্ছে না', রায়নাকে না নেওয়ার কারণ জানাল চেন্নাই সুপার কিংস
Bangla Digital Desk
1/ 5
মিস্টার আইপিএল বলা হয় তাঁকে। চেন্নাই সুপার কিংসের সমর্থকরা বলেন, চিন্না থালা। ধোনির পরই তাঁদের হৃদয়ে সুরেশ রায়নার স্থান। সেই রায়না কি না এবার আইপিএল নিলামে অবিক্রিত! অনেকেরই সেটা বিশ্বাস হচ্ছে না এখনও।
2/ 5
২০২২ আইপিএলে খেলবে দশটি দল। অর্থাত্ নতুন দুটি দল যুক্ত হয়েছে। তবুও কোনও দল রায়নাকে নিতে এবার আগ্রহ দেখায়নি। ২ কোটি টাকা বেস প্রাইজ ছিল রায়নার।
3/ 5
নিলামের প্রথম দিন অবিক্রিত ছিলেন রায়না। অনেকে ভেবেছিলেন, নিলামের দ্বিতীয় দিন হয়তো তাঁকে দলে নেবে চেন্নাই। কিন্তু সেটা হয়নি। শেষ পর্যন্ত অবিক্রিত থাকেন রায়না। আর এবার সিএসকের তরফে জানানো হয়েছে, কেন রায়নাকে দলে নেয়নি তারা।
4/ 5
সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথ একটি ভিডিও বার্তায় বলেছেন, ১২ বছর ধরে রায়না সিএসকের সঙ্গে যুক্ত। একের পর এক অসাধারণ পারফরম্যান্স রয়েছে ওর। কিন্তু এই দলে রায়নাকে নেওয়া মুশকিল ছিল। ও আর ফিট হচ্ছে না এই দলে। তাই খারাপ লাগলেও আমরা ওকে নিতে পারিনি।
5/ 5
২০০৮ সাল থেকে সিএসকের সঙ্গে যুক্ত ছিলেন রায়না। ২০৫ ম্যাচে ৫৫০৮ রান করেছেন তিনি। এমন ক্রিকেটারকে এবার দলে নেয়নি সিএসকে। রায়না এখনও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।
Suresh Raina: 'ও আর ফিট হচ্ছে না', রায়নাকে না নেওয়ার কারণ জানাল চেন্নাই সুপার কিংস
মিস্টার আইপিএল বলা হয় তাঁকে। চেন্নাই সুপার কিংসের সমর্থকরা বলেন, চিন্না থালা। ধোনির পরই তাঁদের হৃদয়ে সুরেশ রায়নার স্থান। সেই রায়না কি না এবার আইপিএল নিলামে অবিক্রিত! অনেকেরই সেটা বিশ্বাস হচ্ছে না এখনও।
Suresh Raina: 'ও আর ফিট হচ্ছে না', রায়নাকে না নেওয়ার কারণ জানাল চেন্নাই সুপার কিংস
নিলামের প্রথম দিন অবিক্রিত ছিলেন রায়না। অনেকে ভেবেছিলেন, নিলামের দ্বিতীয় দিন হয়তো তাঁকে দলে নেবে চেন্নাই। কিন্তু সেটা হয়নি। শেষ পর্যন্ত অবিক্রিত থাকেন রায়না। আর এবার সিএসকের তরফে জানানো হয়েছে, কেন রায়নাকে দলে নেয়নি তারা।
Suresh Raina: 'ও আর ফিট হচ্ছে না', রায়নাকে না নেওয়ার কারণ জানাল চেন্নাই সুপার কিংস
সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথ একটি ভিডিও বার্তায় বলেছেন, ১২ বছর ধরে রায়না সিএসকের সঙ্গে যুক্ত। একের পর এক অসাধারণ পারফরম্যান্স রয়েছে ওর। কিন্তু এই দলে রায়নাকে নেওয়া মুশকিল ছিল। ও আর ফিট হচ্ছে না এই দলে। তাই খারাপ লাগলেও আমরা ওকে নিতে পারিনি।
Suresh Raina: 'ও আর ফিট হচ্ছে না', রায়নাকে না নেওয়ার কারণ জানাল চেন্নাই সুপার কিংস
২০০৮ সাল থেকে সিএসকের সঙ্গে যুক্ত ছিলেন রায়না। ২০৫ ম্যাচে ৫৫০৮ রান করেছেন তিনি। এমন ক্রিকেটারকে এবার দলে নেয়নি সিএসকে। রায়না এখনও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।