জাভিকে বলেছিলেন, 'ও তো কাতারে খেলে!' সেই রোনাল্ডো নিজেই এবার আরবে

Last Updated:
Cristiano Ronaldo: জাভি কাতারে খেলেন বলে খোঁচা দিয়েছিলেন। সেই রোনাল্ডোকেই এবার আসতে হল এশিয়ার ক্লাবে!
1/5
জীবন সব কিছুই ফিরিয়ে দেয়! কথাটা কি তবে সত্যি! ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হয়তো এবার এই কথার সারমর্ম মেনে নেবেন! জাভিকে তিনি যে কথা বলে অপমান করেছিলেন, এবার সেই কথাই তাঁর কাছে ফিরে এল।
জীবন সব কিছুই ফিরিয়ে দেয়! কথাটা কি তবে সত্যি! ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হয়তো এবার এই কথার সারমর্ম মেনে নেবেন! জাভিকে তিনি যে কথা বলে অপমান করেছিলেন, এবার সেই কথাই তাঁর কাছে ফিরে এল।
advertisement
2/5
৬ বছর আগের কথা। বার্সেলোনার প্রাক্তন মিডফিল্ডার জাভি হার্নান্দেজ হঠাৎ করেই রোনাল্ডোকে খোঁচা দিয়ে বলেছিলেন, ও দারুণ ফুটবলার। তবে মেসির মতো নয়। মেসি অন্য জাতের। রোনাল্ডোর দুর্ভাগ্য যে ও মেসির সময়ে খেলছে।
৬ বছর আগের কথা। বার্সেলোনার প্রাক্তন মিডফিল্ডার জাভি হার্নান্দেজ হঠাৎ করেই রোনাল্ডোকে খোঁচা দিয়ে বলেছিলেন, ও দারুণ ফুটবলার। তবে মেসির মতো নয়। মেসি অন্য জাতের। রোনাল্ডোর দুর্ভাগ্য যে ও মেসির সময়ে খেলছে।
advertisement
3/5
জাভির সেই কথা শুনে রোনাল্ডো পাল্টা বলেছিলেন,  ‘ইন্টারনেটে যে খেলোয়াড়কে সবচেয়ে বেশি সার্চ করা হয়, সেটা আমি। সবাই জানে কেউ আমাকে কিছু বললে সে সংবাদের শিরোনামে উঠে আসবে। জাভি কী বলেছে তাতে আমার কিছু যায়-আসে না। ও কোথায় খেলে? কাতারে অথবা অন্য কোথাও, আমি জানি না। ও কখনও ব্যালন ডি’অর জেতেনি। যেটা আমি জিতেছি তিনবার।’
জাভির সেই কথা শুনে রোনাল্ডো পাল্টা বলেছিলেন, ‘ইন্টারনেটে যে খেলোয়াড়কে সবচেয়ে বেশি সার্চ করা হয়, সেটা আমি। সবাই জানে কেউ আমাকে কিছু বললে সে সংবাদের শিরোনামে উঠে আসবে। জাভি কী বলেছে তাতে আমার কিছু যায়-আসে না। ও কোথায় খেলে? কাতারে অথবা অন্য কোথাও, আমি জানি না। ও কখনও ব্যালন ডি’অর জেতেনি। যেটা আমি জিতেছি তিনবার।’
advertisement
4/5
কাতারের ক্লাবে খেলার জন্য সেদিন জাভিকে খোঁচা দিয়েছিলেন রোনাল্ডো। সেই রোনাল্ডো এবার নিজেই খেলতে এলেন এশিয়ার ক্লাবে। রেকর্ড টাকার চুক্তিতে।
কাতারের ক্লাবে খেলার জন্য সেদিন জাভিকে খোঁচা দিয়েছিলেন রোনাল্ডো। সেই রোনাল্ডো এবার নিজেই খেলতে এলেন এশিয়ার ক্লাবে। রেকর্ড টাকার চুক্তিতে।
advertisement
5/5
রোনাল্ডো এক বছরের জন্য প্রায় ১৭৭৫ কোটি টাকার চুক্তিতে সই করেছেন আরবের আল নাসের ক্লাবে।
রোনাল্ডো এক বছরের জন্য প্রায় ১৭৭৫ কোটি টাকার চুক্তিতে সই করেছেন আরবের আল নাসের ক্লাবে।
advertisement
advertisement
advertisement