জাভিকে বলেছিলেন, 'ও তো কাতারে খেলে!' সেই রোনাল্ডো নিজেই এবার আরবে
- Published by:Suman Majumder
Last Updated:
Cristiano Ronaldo: জাভি কাতারে খেলেন বলে খোঁচা দিয়েছিলেন। সেই রোনাল্ডোকেই এবার আসতে হল এশিয়ার ক্লাবে!
advertisement
advertisement
জাভির সেই কথা শুনে রোনাল্ডো পাল্টা বলেছিলেন, ‘ইন্টারনেটে যে খেলোয়াড়কে সবচেয়ে বেশি সার্চ করা হয়, সেটা আমি। সবাই জানে কেউ আমাকে কিছু বললে সে সংবাদের শিরোনামে উঠে আসবে। জাভি কী বলেছে তাতে আমার কিছু যায়-আসে না। ও কোথায় খেলে? কাতারে অথবা অন্য কোথাও, আমি জানি না। ও কখনও ব্যালন ডি’অর জেতেনি। যেটা আমি জিতেছি তিনবার।’
advertisement
advertisement