Cricketer Love Story: বিছানার উপরে খুল্লমখুল্লা স্বামী সোহাগের ফটো শেয়ার আথিয়ার, অথচ প্রেমপর্ব লুকিয়ে রেখেছিলেন একেবারে দারুণভাবে

Last Updated:
Cricketer Love Story: পরণে ফুলফুল পোশাক, আথিয়া বিছানাতে স্বামীর পাশেই, ফটো নেটদুনিয়ায় সুপার ভাইরাল
1/11
: ভারতীয় ক্রিকেট দলের মিডল অর্ডার ব্যাটসম্যান কেএল রাহুল  বৃহস্পতিবার (১৮ এপ্রিল) তাঁর ৩২তম জন্মদিন পালন করেছেন। রাহুল বর্তমানে আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হয়েছেন৷ এই ডানহাতি ব্যাটসম্যানের জন্মদিন উপলক্ষ্যে  বলিউড অভিনেত্রী স্ত্রী আথিয়া শেঠি তার স্বামীকে রোমান্টিকভাবে উইশ করেছেন৷ Photo- Collected
: ভারতীয় ক্রিকেট দলের মিডল অর্ডার ব্যাটসম্যান কেএল রাহুল  বৃহস্পতিবার (১৮ এপ্রিল) তাঁর ৩২তম জন্মদিন পালন করেছেন। রাহুল বর্তমানে আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হয়েছেন৷ এই ডানহাতি ব্যাটসম্যানের জন্মদিন উপলক্ষ্যে  বলিউড অভিনেত্রী স্ত্রী আথিয়া শেঠি তার স্বামীকে রোমান্টিকভাবে উইশ করেছেন৷ Photo- Collected
advertisement
2/11
এই প্রেম যুগলের প্রেমও ছিল জবরদস্ত৷ বিয়ের পর তাঁদের দাম্পত্য প্রেমও মাখোমাখো৷ জন্মদিনের ছবিতে বেডরুমে দুজনের একান্ত মুহূর্তের ছবি পোস্ট করেছেন তিনি৷ Photo- Collected
এই প্রেম যুগলের প্রেমও ছিল জবরদস্ত৷ বিয়ের পর তাঁদের দাম্পত্য প্রেমও মাখোমাখো৷ জন্মদিনের ছবিতে বেডরুমে দুজনের একান্ত মুহূর্তের ছবি পোস্ট করেছেন তিনি৷ Photo- Collected
advertisement
3/11
২০১৯ সালের ফেব্রুয়ারি মাস- আথিয়া ও রাহুলের প্রথম দেখা৷ এক কমন ফ্রেন্ডের সূত্র ধরে দু'জনের আলাপ৷  মেলামেশার পর ধীরেধীরে তাঁদের প্রেম ঘনিয়ে ওঠে৷ Photo- Collected
২০১৯ সালের ফেব্রুয়ারি মাস- আথিয়া ও রাহুলের প্রথম দেখা৷ এক কমন ফ্রেন্ডের সূত্র ধরে দু'জনের আলাপ৷  মেলামেশার পর ধীরেধীরে তাঁদের প্রেম ঘনিয়ে ওঠে৷ Photo- Collected
advertisement
4/11
তবে এই জুটির প্রেম পর্ব বেশ লম্বা সময় ধরে লুকিয়ে চলেছিল৷ বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া নিজেও অভিনেত্রী৷ তাঁদের খান্ডালাতে বিশাল বাংলো রয়েছে৷ Photo- Collected
তবে এই জুটির প্রেম পর্ব বেশ লম্বা সময় ধরে লুকিয়ে চলেছিল৷ বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া নিজেও অভিনেত্রী৷ তাঁদের খান্ডালাতে বিশাল বাংলো রয়েছে৷ Photo- Collected
advertisement
5/11
লুকিয়ে প্রেমপর্বের কথা হঠাৎই ফাঁস হয়ে যায় বিক্রম ফান্দিশের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে৷ লুকিয়ে রাখা প্রেমকাহিনী একেবারে সকলের সামনে চলে আসে৷ Photo- Collected
লুকিয়ে প্রেমপর্বের কথা হঠাৎই ফাঁস হয়ে যায় বিক্রম ফান্দিশের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে৷ লুকিয়ে রাখা প্রেমকাহিনী একেবারে সকলের সামনে চলে আসে৷ Photo- Collected
advertisement
6/11
তিনি লিখেছিলেন আজকাল কি হাইপার হয়ে আছ, কেএল-র কাছে যাও , কুয়ালালামপুরে৷ ডিজাইনারের এই কমেন্টে নেটিজেনরা বুঝতে পেরে যান আথিয়া শেট্টি ও কেএল রাহুলের প্রেম জমে দই৷ Photo- Collected
তিনি লিখেছিলেন আজকাল কি হাইপার হয়ে আছ, কেএল-র কাছে যাও , কুয়ালালামপুরে৷ ডিজাইনারের এই কমেন্টে নেটিজেনরা বুঝতে পেরে যান আথিয়া শেট্টি ও কেএল রাহুলের প্রেম জমে দই৷ Photo- Collected
advertisement
7/11
২০১৯-র ডিসেম্বরে যখন তাঁরা তাঁদের প্রথম ছবি একসঙ্গে পোস্ট করেছিলেন তখন এই দম্পতি ইনস্টাগ্রামে তাঁদের সম্পর্ককে অফিসিয়াল করেন৷  স্পষ্টতই, লাভবার্ড, আথিয়া এবং রাহুল নববর্ষ উদযাপন করতে থাইল্যান্ডে গিয়েছিলেন। Photo- Collected
২০১৯-র ডিসেম্বরে যখন তাঁরা তাঁদের প্রথম ছবি একসঙ্গে পোস্ট করেছিলেন তখন এই দম্পতি ইনস্টাগ্রামে তাঁদের সম্পর্ককে অফিসিয়াল করেন৷  স্পষ্টতই, লাভবার্ড, আথিয়া এবং রাহুল নববর্ষ উদযাপন করতে থাইল্যান্ডে গিয়েছিলেন। Photo- Collected
advertisement
8/11
তাঁদের প্রথম ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে৷  তাদের জন্মদিনে একে অপরের ছবি শেয়ার করতেন। ২০২১ সালে, তারকা ব্যাটার তাঁর জন্মদিনে আথিয়ার সঙ্গে একটি ফটো শেয়ার করেছিলেন, যা তাঁদের ফ্যানদের নিশ্চিত করে দেয় যে এবার বড় কিছু হতে পারে৷ Photo- Collected
তাঁদের প্রথম ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে৷  তাদের জন্মদিনে একে অপরের ছবি শেয়ার করতেন। ২০২১ সালে, তারকা ব্যাটার তাঁর জন্মদিনে আথিয়ার সঙ্গে একটি ফটো শেয়ার করেছিলেন, যা তাঁদের ফ্যানদের নিশ্চিত করে দেয় যে এবার বড় কিছু হতে পারে৷ Photo- Collected
advertisement
9/11
এদিকে  আইপিএলে এলএসজি-র পারফরম্যান্স পাশাপাশি কেএল রাহুলের পারফরম্যান্স সব মিলিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাকা নয়৷ এই অবস্থায় দ্বিতীয় উইকেটরক্ষকের জন্য বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আইপিএল পারফর্মারদের মধ্যে জোর লড়াই চলছে। সঞ্জু স্যামসন, ইশান কিষান, কেএল রাহুল, জিতেশ শর্মা এবং ধ্রুব জুরেলের মধ্যে  পন্থের ব্যাকআপ হওয়ার প্রতিযোগিতা জারি রয়েছে৷ Photo- Collected
এদিকে  আইপিএলে এলএসজি-র পারফরম্যান্স পাশাপাশি কেএল রাহুলের পারফরম্যান্স সব মিলিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাকা নয়৷ এই অবস্থায় দ্বিতীয় উইকেটরক্ষকের জন্য বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আইপিএল পারফর্মারদের মধ্যে জোর লড়াই চলছে। সঞ্জু স্যামসন, ইশান কিষান, কেএল রাহুল, জিতেশ শর্মা এবং ধ্রুব জুরেলের মধ্যে  পন্থের ব্যাকআপ হওয়ার প্রতিযোগিতা জারি রয়েছে৷ Photo- Collected
advertisement
10/11
আথিয়া তার স্বামীর সঙ্গে বিছানার উপরে তোলা একটি রোমান্টিক মুহূর্তের ছবি পোস্ট করেছেন৷  একটি সুন্দর ক্যাপশনও লিখেছেন আথিয়া। Photo- Collected
আথিয়া তার স্বামীর সঙ্গে বিছানার উপরে তোলা একটি রোমান্টিক মুহূর্তের ছবি পোস্ট করেছেন৷  একটি সুন্দর ক্যাপশনও লিখেছেন আথিয়া। Photo- Collected
advertisement
11/11
আথিয়া ক্যাপশনে লিখেছেন, 'আমার সারা জীবনের জন্য আমার পুরো হৃদয়... শুভ জন্মদিন আমার সবকিছু।’ এই লেখার পাশাপাশি  তিনি একটি লাল রঙের হার্ট ইমোজি পোস্ট করেছেন। Photo- Collected
আথিয়া ক্যাপশনে লিখেছেন, 'আমার সারা জীবনের জন্য আমার পুরো হৃদয়... শুভ জন্মদিন আমার সবকিছু।’ এই লেখার পাশাপাশি  তিনি একটি লাল রঙের হার্ট ইমোজি পোস্ট করেছেন। Photo- Collected
advertisement
advertisement
advertisement