#BigNews: চারজন ‘বড়’ এই ভারতীয় ক্রিকেটার অবসর নেবেন তাড়াতাড়ি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ভারতীয় দলে খেলা চার মহাতারকার ফিটনেস এখন এমন জায়গায় যে তিন ফর্ম্যাটেই খেলা তাঁদের পক্ষে অসম্ভব ধারণা ক্রিকেট মহলের
ভারতীয় দলে এখন বেশ কয়েকজন স্টার ক্রিকেটার আছেন যাঁরা একটা সময় দেশের একাধিক জয়ের কারিগর ৷ কিন্তু এখন ফিটনেস এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে তিনটি ফর্ম্যাটে সারা বছর ধরে খেলা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না ৷ এরা আবার ভারতীয় দলের বিশ্বকাপজয়েরও বড় কাণ্ডারী কিন্তু এই মুহূ্র্তে ৯ বছর আগের সেই ফিটনেস তাদের মধ্যে আর নেই বললেই চলে ৷ Photo- File
advertisement
নিজের সুইংয়ের জন্য বিখ্যাত ভুবনেশ্বর কুমার ৷ টেস্ট ও একদিনের ক্রিকেটে জমিয়ে খেলেছেন তিনি ৷ কিন্তু শেষ আঠারো মাস ক্রিকেট থেকে দূরে রয়েছেন ৷ সমস্যা চোটের ৷ এখনও তাঁকে স্পোর্টস হার্নিয়া ভোগাচ্ছে আর এনসিএ-তে রিহ্যাব করছেন ৷ এরপর টেস্ট ক্রিকেটকে হয়ত বিদায় জানাতে পারেন তিনি কারণ ২০১৮-র জানুয়ারি থেকে আর টেস্ট খেলেননি তিনি ৷ Photo- File
advertisement
advertisement
advertisement