#BigNews: চারজন ‘বড়’ এই ভারতীয় ক্রিকেটার অবসর নেবেন তাড়াতাড়ি

Last Updated:
ভারতীয় দলে খেলা চার মহাতারকার ফিটনেস এখন এমন জায়গায় যে তিন ফর্ম্যাটেই খেলা তাঁদের পক্ষে অসম্ভব ধারণা ক্রিকেট মহলের
1/5
ভারতীয় দলে এখন বেশ কয়েকজন স্টার ক্রিকেটার আছেন যাঁরা একটা সময় দেশের একাধিক জয়ের কারিগর ৷ কিন্তু এখন ফিটনেস এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে তিনটি ফর্ম্যাটে সারা বছর ধরে খেলা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না ৷ এরা আবার ভারতীয় দলের বিশ্বকাপজয়েরও বড় কাণ্ডারী কিন্তু এই মুহূ্র্তে ৯ বছর আগের সেই ফিটনেস তাদের মধ্যে আর নেই বললেই চলে ৷ Photo- File
ভারতীয় দলে এখন বেশ কয়েকজন স্টার ক্রিকেটার আছেন যাঁরা একটা সময় দেশের একাধিক জয়ের কারিগর ৷ কিন্তু এখন ফিটনেস এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে তিনটি ফর্ম্যাটে সারা বছর ধরে খেলা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না ৷ এরা আবার ভারতীয় দলের বিশ্বকাপজয়েরও বড় কাণ্ডারী কিন্তু এই মুহূ্র্তে ৯ বছর আগের সেই ফিটনেস তাদের মধ্যে আর নেই বললেই চলে ৷ Photo- File
advertisement
2/5
নিজের সুইংয়ের জন্য বিখ্যাত ভুবনেশ্বর কুমার ৷ টেস্ট ও একদিনের ক্রিকেটে জমিয়ে খেলেছেন তিনি ৷ কিন্তু শেষ আঠারো মাস ক্রিকেট থেকে দূরে রয়েছেন ৷ সমস্যা চোটের ৷ এখনও তাঁকে স্পোর্টস হার্নিয়া ভোগাচ্ছে আর এনসিএ-তে রিহ্যাব করছেন ৷ এরপর টেস্ট ক্রিকেটকে হয়ত বিদায় জানাতে পারেন তিনি কারণ ২০১৮-র জানুয়ারি থেকে আর টেস্ট খেলেননি তিনি ৷ Photo- File
নিজের সুইংয়ের জন্য বিখ্যাত ভুবনেশ্বর কুমার ৷ টেস্ট ও একদিনের ক্রিকেটে জমিয়ে খেলেছেন তিনি ৷ কিন্তু শেষ আঠারো মাস ক্রিকেট থেকে দূরে রয়েছেন ৷ সমস্যা চোটের ৷ এখনও তাঁকে স্পোর্টস হার্নিয়া ভোগাচ্ছে আর এনসিএ-তে রিহ্যাব করছেন ৷ এরপর টেস্ট ক্রিকেটকে হয়ত বিদায় জানাতে পারেন তিনি কারণ ২০১৮-র জানুয়ারি থেকে আর টেস্ট খেলেননি তিনি ৷ Photo- File
advertisement
3/5
টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারেন ৷ কারণ ২০১৯ বিশ্বকাপে খেলার পরই বড় চোটের ধাক্কায় ভুগেছেন তিনি ৷ সৈয়দ মুস্তাক ট্রফির পর অস্ট্রেলিয়া -র বিরুদ্ধে একদিনের ম্যাচেও আহত হন ৷ ধাওয়ানের চোটের কারণে দলে এর মধ্যে সুযোগ পেয়েছেন পৃথ্বী শ , শুভমান গিলের মতো তরুণ ক্রিকেটাররা ৷ Photo- File
টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারেন ৷ কারণ ২০১৯ বিশ্বকাপে খেলার পরই বড় চোটের ধাক্কায় ভুগেছেন তিনি ৷ সৈয়দ মুস্তাক ট্রফির পর অস্ট্রেলিয়া -র বিরুদ্ধে একদিনের ম্যাচেও আহত হন ৷ ধাওয়ানের চোটের কারণে দলে এর মধ্যে সুযোগ পেয়েছেন পৃথ্বী শ , শুভমান গিলের মতো তরুণ ক্রিকেটাররা ৷ Photo- File
advertisement
4/5
যাঁর অবসর নিয়ে জল্পনা তুহ্গে সেই মহেন্দ্র সিং ধোনি এ বছর সরকারিভাবে অবসর নিতেই পারেন ৷ কারণ তিনি বিশ্বকাপ সেমিফাইনালের পর থেকে আর কোনও আন্তর্জাতিক ম্যাচে আর খেলেননি মাহি ৷ Photo- File
যাঁর অবসর নিয়ে জল্পনা তুহ্গে সেই মহেন্দ্র সিং ধোনি এ বছর সরকারিভাবে অবসর নিতেই পারেন ৷ কারণ তিনি বিশ্বকাপ সেমিফাইনালের পর থেকে আর কোনও আন্তর্জাতিক ম্যাচে আর খেলেননি মাহি ৷ Photo- File
advertisement
5/5
ভারতীয় দলের অন্যতম ভরসাযোগ্য পেসার ইশান্ত শর্মা ৷ জাতীয় দলের জার্সিতে ১৩ বছরের লম্বা কেরিয়ার তাঁর ৷ কিন্তু ২০১৮ আইপিএলের নিলামে কোনও ফ্রাঞ্চাইজিই তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি সুতরাং হতে পারে ইশান্ত এবার টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করলেন ৷ Photo- File
ভারতীয় দলের অন্যতম ভরসাযোগ্য পেসার ইশান্ত শর্মা ৷ জাতীয় দলের জার্সিতে ১৩ বছরের লম্বা কেরিয়ার তাঁর ৷ কিন্তু ২০১৮ আইপিএলের নিলামে কোনও ফ্রাঞ্চাইজিই তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি সুতরাং হতে পারে ইশান্ত এবার টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করলেন ৷ Photo- File
advertisement
advertisement
advertisement