হোম » ছবি » খেলা » শুধু স্বামী শিখরের ছবি সরিয়েই ক্ষান্ত হলেন না, পুরনো অ্যাকাউন্ট ডিলিট আয়েশার

Shikhar Dhawan-Ayesha Divorce: শুধু স্বামীর ছবি সরিয়েই ক্ষান্ত হলেন না, পুরনো অ্যাকাউন্ট ডিলিট আয়েশার

  • Bangla Digital Desk

  • 15

    Shikhar Dhawan-Ayesha Divorce: শুধু স্বামীর ছবি সরিয়েই ক্ষান্ত হলেন না, পুরনো অ্যাকাউন্ট ডিলিট আয়েশার

    #মুম্বই: শিখর ধাওয়ান (Shikhar Dhawan) এবং আয়েশা মুখোপাধ্যায় (Ayesha Divorce) আলাদা হয়ে গেলেন৷ আয়েশা মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় নিজের অফিসিয়াল হ্যান্ডেলে স্বামী শিখরের সঙ্গে বিবাহবিচ্ছেদের খবর দিয়েছেন৷ তিনি বর্ণনা দিয়েছে দুবার ডিভোর্স হওয়ার পর তিনি কি অনুভব করেন৷ ধাওয়ান ও আয়েশা ২০১২ সালে একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নেন৷

    MORE
    GALLERIES

  • 25

    Shikhar Dhawan-Ayesha Divorce: শুধু স্বামীর ছবি সরিয়েই ক্ষান্ত হলেন না, পুরনো অ্যাকাউন্ট ডিলিট আয়েশার

    আয়েশা যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের ডিভোর্সের খবর দিয়েছেন সেটি তাঁর ভেরিফাইড অ্যাকাউন্ট নয়৷ এখনও অবধি শিখর ধাওয়ানের পক্ষ থেকে কোনও বিবৃতি আসেনি৷ ইনস্টাগ্রাম এই পোস্টে সমস্ত ফ্যান বাকরুদ্ধ হয়ে গেছেন৷ আসলে শিখর ও আয়েশার ভালোবাসার যে সব ছবি সোশ্যাল মিডিয়ায় এতদিন তারা দেখে এসেছেন তাতে একেবারে অভাবিত ছিল এভাবে ডিভোর্সের খবর৷ সূত্রের খবর বেশি কিছুদিন ধরে তাঁদের মধ্যে সব কিছু ঠিক চলছিল না৷

    MORE
    GALLERIES

  • 35

    Shikhar Dhawan-Ayesha Divorce: শুধু স্বামীর ছবি সরিয়েই ক্ষান্ত হলেন না, পুরনো অ্যাকাউন্ট ডিলিট আয়েশার

    ধাওয়ানের স্ত্রী আয়েশা মুখোপাধ্যায় নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট aesha.dhawan5 নাম দিয়ে থাকত৷ সেখানেই ধাওয়ান তাঁর সেই সময়ের স্ত্রী কে ট্যাগ করতেন৷ কিন্তু কিছুদিন আগেই এই অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন তিনি৷

    MORE
    GALLERIES

  • 45

    Shikhar Dhawan-Ayesha Divorce: শুধু স্বামীর ছবি সরিয়েই ক্ষান্ত হলেন না, পুরনো অ্যাকাউন্ট ডিলিট আয়েশার

    এরই সঙ্গে গত বছর নভেম্বরে আয়েশা মুখোপাধ্যায় -Aesha Mukerji নামে নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানিয়েছেন, যা রোহিত শর্মার স্ত্রী রিতিকা সজদেহ ফলো করেন৷

    MORE
    GALLERIES

  • 55

    Shikhar Dhawan-Ayesha Divorce: শুধু স্বামীর ছবি সরিয়েই ক্ষান্ত হলেন না, পুরনো অ্যাকাউন্ট ডিলিট আয়েশার

    অ্যাকাউন্টে তিনি ধাওয়ানকে রাখেননি৷ এই অ্যাকাউন্টে তিনি নিজের দুই মেয়ে ও ছেলের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন৷ কিন্তু ধাওয়ানের সঙ্গে কোনও ছবিই রাখেননি৷ ফ্যানদের কিছুই ভালো লাগছে না৷ এরই সঙ্গে Aesha Mukerji ইনস্টাগ্রামে যে বায়ো লিখেছেন তাতে নিজের স্বাতন্ত্র্য ও স্বাধীন সত্ত্বার কথা উল্লেখ করেছেন৷ পাশাপাশি মহিলাদের সাহায্য করার কথাও তিনি লিখেছেন৷

    MORE
    GALLERIES