

ভারতীয় দলের হয়ে সুযোগ পেয়েছেন তরুণ পেসার নবদীপ সাইনি ৷ তাঁর নেতাজী সুভাষ চন্দ্র বসুর সঙ্গে সম্পর্ক ছিল জানেন ৷


নবদীপ সাইনি -র দাদু করম সিং নেতাজী সুভাষ চন্দ্র বসু-র আজাদ হিন্দ ফৌজ দলের সদস্য হিসেবে স্বাধীনতা সংগ্রামী ছিলেন ৷ আর তাঁর নাতিই এবার খেলবেন জাতীয় দলের জার্সি গায়ে ৷


নভদীপ সাইনির দাদু ১০০ বছরেরর ৷ খবু বেশি ক্রিকেট সম্পর্কে ধারণা নেই তাঁর তবে নাতিকে ক্রিকেট খেলতে দেখলে দারুণ আনন্দ পান তিনি ৷


সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা নবদীপ একদম শুরুতে মাত্র ২০০ টাকার জন্যেও ক্রিকেট খেলেছেন ৷


গৌতম গম্ভীরের চোখেই প্রথম পড়েন তিনি ৷ তাঁর সেই শুরুর লড়াই থেকে আজ তিনি যেখানে পৌঁছেছেন সেই সফরের জন্য গম্ভীরকে কৃতিত্ব দিয়েছেন ৷


২৬ বছরের নবদীপ এই মুহূর্তে ভারতের দ্রততম বোলার ৷ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে খেলবেন তিনি ৷ ১ টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি ৷ তাতে পাঁচ উইকেট নিয়েছেন তিনি ৷