আর বিপত্তির শুরু এরপরেই ৷ এই নৌ বিহারের সময় তিনি পরিযায়ী পাখিদের দানা খাওয়ান! দেশের বিভিন্ন প্রান্তে বার্ড ফ্লু (Bird Flu) ছড়িয়ে পড়েছে ৷ এই অবস্থায় জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে পাখিদের খাওয়ানোর বিষয়ে৷ শিখর ধাওয়ান নিজেই নিজের সোশ্যাাল হ্যান্ডেলে এই ছবি পোস্ট করার পর দ্রুত গতিতে তা ভাইরাল হয়ে যায়৷Photo Courtesy- Sikhar Dhawan/ Instagram
জেলাধিকারিক রাজ শর্মা জানিয়েছেন যে নৌকায় করে গঙ্গাবক্ষে তিনি ভ্রমণ করেছিলেন সেটার চালকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে৷ তিনি জানিয়েছেন পরিযায়ী পাখিদের এই সময় খাবার দেওয়া নিষেধ রয়েছে৷ কিন্তু ধাওয়ান নিজের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে যে ট্যুইট করেছেন তাতে দেখা যাচ্ছে পরিযায়ী পাখিদের তিনি দানা খাওয়াচ্ছেন৷ এই ছবি খতিয়ে দেখা হচ্ছে৷Photo Courtesy- Sikhar Dhawan/ Instagram