শরীরে সব ব্যাথা ‘চুমু’তেই সারবে, সিক্রেট শেয়ার করলেন চেতেশ্বর পূজারা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
অজি বোলারদের বিরুদ্ধে পূজারা খাড়া হয়েছিলেন দেওয়ালের মতোই৷
ভারতীয় ক্রিকেটের(Indian Cricket Team) স্তম্ভ চেতেশ্বর পূজারা (Cheteswar Pujara) অস্ট্রেলিয়ার মাটিতে যেভাবে অজি বোলারদের সামলেছেন তাঁর প্রশংসায় গোটা ক্রিকেট দুনিয়া৷ তিনি পুরোপুরি দেওয়ালের মতো কাজ করেছেন৷ আর এই দায়িত্ব পালন করতে গিয়ে তাঁকে নিজের শরীরে একাধিক বলের আঘাতও নিয়েছেন তিনি৷ Photo Couretsy- Cheteswar Pujara Instagram
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অস্ট্রেলিয়ার এই সফরে পূজারা ৩৩.৮৭ গড়ে ২৭১ রান করেছেন৷ সিডনি টেস্টের দুটি ইনিংসেই তিনি অর্ধশতরান করেন৷ যার জেরে ভারত সেই টেস্ট ড্র করতে পেরেছিল৷ এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে ২০১৮-১৯ সালে ৭৪.৪২ গড়ে ৫২১ রান করেছিলেন৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশিবার ২০০-র বেশি বল খেলা ভারতীয় ক্রিকেটার তিনি৷
advertisement