

ভারতীয় ক্রিকেটের(Indian Cricket Team) স্তম্ভ চেতেশ্বর পূজারা (Cheteswar Pujara) অস্ট্রেলিয়ার মাটিতে যেভাবে অজি বোলারদের সামলেছেন তাঁর প্রশংসায় গোটা ক্রিকেট দুনিয়া৷ তিনি পুরোপুরি দেওয়ালের মতো কাজ করেছেন৷ আর এই দায়িত্ব পালন করতে গিয়ে তাঁকে নিজের শরীরে একাধিক বলের আঘাতও নিয়েছেন তিনি৷ Photo Couretsy- Cheteswar Pujara Instagram


কিন্তু চেতেশ্বর পূজারা সেই বলের দুঃসাহসিকতার সঙ্গে সামলেছেন৷ প্রায় এক ডজন বল শরীরে নিয়েছেন৷ অজি বোলাররা তাঁর শক্ত মানসিকতা ভাঙতে পারেননি৷ পূজারা চতুর্থ ইনিংসে ২০০ -র বেশি বল খেলেছেন৷ Photo- File


ভারতীয় দল লাগাতার দ্বিতীয়বার বর্ডার -গাভাসকর ট্রফি ২-১ জয় পেয়েছে৷ সিরিজ জয়ের পর ভারতীয় ক্রিকেট দল বাড়িতে ফিরে এসেছে৷ পূজারাও বাকি ক্রিকেটারদের মধ্যে বাড়ি এসেছে৷ এক সাক্ষাৎকার পূজারা তাঁর মেয়ের সিক্রেট জানিয়েছেন৷Photo Couretsy- Cheteswar Pujara Instagram


পূজারার মেয়ে বাবার শরীরের আঘাত কমানোর এক অভিনব পদ্ধতি বার করেছে৷ মাত্র ২ বছরের অদিতি বলেছে বাবা যখন বাড়ি আসবে তখন তাঁকে চুমু (Kiss) খাবে ৷ আর এই চুম্বন ওষুধেই সেরে যাবে পূজারার শরীরের সব যন্ত্রণা৷


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে পূজারার হাতে, বুকে, হেলমেটে একাধিক চোট লেগেছিল৷ পূজারা একবার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতেও শুয়ে পড়েন৷ তারপরেও তিনি ২১১ বলে ৫৬ রান করেন৷ তিনি দ্বিতীয় উইকেটে শুভমান গিলের সঙ্গে ১১৪ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন৷


তাঁকে যখন জিজ্ঞাসা করা হয় তাঁর ব্যাথা হয় না? তখন তিনি বলেন ‘আমি কখনও পেনকিলার খাইনা, এতে আমার ব্যাথা সহ্য করার ক্ষমতা তৈরি হয়৷ ’


অস্ট্রেলিয়ার এই সফরে পূজারা ৩৩.৮৭ গড়ে ২৭১ রান করেছেন৷ সিডনি টেস্টের দুটি ইনিংসেই তিনি অর্ধশতরান করেন৷ যার জেরে ভারত সেই টেস্ট ড্র করতে পেরেছিল৷ এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে ২০১৮-১৯ সালে ৭৪.৪২ গড়ে ৫২১ রান করেছিলেন৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশিবার ২০০-র বেশি বল খেলা ভারতীয় ক্রিকেটার তিনি৷