Commonwealth Games 2022: ভারতীয় তেরঙ্গা হাতে সিন্ধু ও মনপ্রীত, জমজমাট উদ্বোধন কমনওয়েলথ গেমসের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Commonwealth Games 2022: লন্ডন অলিম্পিক্স ২০১২ -র পরে ব্রিটেনে খেলার আবারও এক বড় আসর বসেছে৷ লন্ডন অলিম্পিক্সের ঠিক দশ বছর বাদে এবার আবার কমনওয়েলথের আসর৷ ৭২ টি দেশের ৫০০০ -র বেশি অ্যাথলিট নিচ্ছেন অংশ৷
advertisement
advertisement
advertisement
advertisement
কমনওয়েলথ গেমসে এবার বিভিন্ন নিয়মের মধ্যে থেকে আয়োজন করা হয়েছে৷ কারণ এখনও কোভিড ১৯ সংক্রমণ জারি রয়েছে৷ এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ৭০ টি গাড়ি নিয়ে ব্রিটেনের জাতীয় পতাকা ইউনিয়ন জ্যাক আনা হয়৷ মহারাণী এলিজাবেথ দ্বিতীয়-র প্রতিনিধিত্ব করেন প্রিন্স চার্লস ৷ এছাড়া ডাচেস অফ কর্নওয়েলে আসেন৷ তারা অ্যাস্টন মার্টিন গাড়িতে পৌঁছন৷ শহরের মোটর ইন্ডাস্ট্রির ইতিহাসও তুলে ধরা হয়৷ (Twitter)
advertisement
advertisement
আড়াই ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানে দুরান দুরান ব্যান্ডও পারফর্ম করে৷ এছাড়া ব্ল্যাক সব্বাথ এবং সিটি অফ বার্মিংহ্যাম সিম্ফনিও পারফর্ম করে৷ বার্মিংহ্যাম সিম্ফনির বিখ্যাত সঙ্গীতকার টনি ইওমির পারফরম্যান্, ছিল দারুণ৷ প্রতিভাশালী যুবা গায়ক সামান্থা অক্সবোরো ব্রিটেনর জাতীয় সঙ্গীত গড সেভ দ্য কুইন গানটি গান৷ (AFP)
advertisement