Bangabhusan Richa Ghosh: এবার থেকে DSP রিচা ঘোষ, বঙ্গভূষণ খেতাব সঙ্গে সোনার চেন, মমতা ভরিয়ে দিলেন সোনার মেয়েকে
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
Mamata Banerjee and Richa Ghosh: বিশ্বকাপ জয়ী প্রথম বাঙালিকে বেনজির সম্মান, বঙ্গভূষণ রিচা ঘোষ, একের পর এক পুরস্কার বিশ্বকাপ জয়ের জন্য অনুষ্ঠান মঞ্চ থেকে রিচাকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, ‘লড়তে হবে, করতে হবে, খেলতে হবে, জিততে হবে।’
advertisement
advertisement
advertisement
একের পর স্মারক, সম্মান হাতে তুলে দেওয়ার পর- রিচার উচ্ছ্বসিত প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘রিচা ভালবাসা দিয়ে বাংলা বিশ্ব জয় করবে আরও আরও। মনের শক্তি সব থেকে মানসিক শক্তি। নিজের কাজ নিজেকে করে যেতে হবে। দুর্গমকে জয় করে সেই জায়গায় পৌঁছাতে হবে। লড়তে হবে, করতে হবে, খেলতে হবে, জিততে হবে।’








