Virat Kohli: বিরাট কি কোনও দিন আইপিএল জিততে পারবেন না? প্রশ্ন নেটিজেনদের... ‘RCB ছেড়ে অন্য দলে যোগ দিক’, পরামর্শ পিটারসেনের
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
এবারও হল না। আইপিএলের ১৭ বছর ইতিহাসে ট্রফি অধরাই থাকল বিরাট কোহলির। বুধবার এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। খালি হাতেই মাঠ ছাড়লেন বিরাট।
advertisement
এদিন প্রথমে ব্যাট করতে নামে বেঙ্গালুরু। শুরুটা ভালই হয়েছিল। কিন্তু ১০ ওভারের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে ধুঁকতে শুরু করে বিরাটের দল। ক্যামেরন গ্রিন এবং রজত পাতিদার হাল ধরার চেষ্টা করলেও রক্তক্ষরণ বন্ধ হয়নি। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান তোলে বেঙ্গালুরু। Photo: AP
advertisement
advertisement
শুক্রবার সানরাইজার্সের বিরুদ্ধে মাঠে নামবে রাজস্থান। বিরাটদের মরশুম এখানেই শেষ। ২০০৮ থেকে আরসিবি-র হয়ে মাঠে নামছেন বিরাট। এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটার। দেশকে একা হাতে বহু ম্যাচ জিতিয়েছেন। বিপদের মুহূর্তে তাঁর উইলো ঝলসে উঠেছে বারবার। কিন্তু আইপিএল ট্রফি তাঁর কাছে আলেয়া হয়েই রয়েছে গিয়েছে। এ যেন নিয়তির পরিহাস। Photo: RCB
advertisement
কোনও দিন আইপিএল ট্রফি জিততে পারবেন বিরাট কোহলি? বুধবার রাত থেকেই এই প্রশ্ন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। এই পরিস্থিতিতে বিরাটকে আরসিবি ছাড়ার পরামর্শ দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন। তিনি বলেছেন, বিরাট আইপিএল ট্রফি জেতার যোগ্য। এই স্বপ্ন পূরণের জন্য আরসিবি ছেড়ে অন্য দলে যোগ দেওয়া উচিত বিরাটের। Photo: AP
advertisement
advertisement
স্টার স্পোর্টসকে পিটারসেন বলেন, “অন্যান্য খেলাতেও বড় খেলোয়াড়রা স্বপ্ন পূরণ করতে দল বদলেছেন। বিরাট অনেক চেষ্টা করেছে। অরেঞ্জ ক্যাপ পেয়েছে। কিন্তু বারবার ব্যর্থ হয়েছে ফ্র্যাঞ্চাইজি। বিরাট দলের ব্র্যান্ড, দলকে বাণিজ্যিক মূল্য এনে দিয়েছে। ঠিক কথা। কিন্তু বিরাট ট্রফির দাবিদার। এমন একটা দলে খেলা উচিত যেখান থেকে ট্রফি জিততে পারবে”। সেটা কোন দল? দ্বর্থ্যহীন ভাষায় পিটারসেন বলছেন, “দিল্লি। দিল্লিতেই বিরাটের যাওয়া উচিত। বিরাট দিল্লির ছেলে। দিল্লিতে ওর বাড়ি আছে। তাহলে কেন দিল্লিতে যোগ দিতে পারবে না? দিল্লি বেঙ্গালুরুর মতোই ট্রফি জেতার জন্য মরিয়া”।