'আমার সব কিছু বড় মনে করে না বউ', কেন এমন বললেন অ্যান্ডি মারে

Last Updated:
থানাসি কোকিনাকিসের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান ওপেনে কেরিয়ারের দীর্ঘতম ম্যাচ খেলে দুরন্ত জয় পেয়েছে অ্যান্ডি মারে। ৫ ঘণ্টা ৪৫ মিনিট লড়াই শেষে খেলার ফল মারের পক্ষে ৪-৬, ৬-৭ (৪-৭), ৭-৬ (৭-৫), ৬-৩, ৭-৫।
1/5
চলতি অস্ট্রেলিয়ান ওপেনে কেরিয়ারের দীর্ঘতম ম্যাচটি খেলেছেন অ্যান্ডি মারে। ২ সেটে হেরে দুরন্তভাবে কামব্যাক করে অস্ট্রেলিয়ার থানাসি কোকিনাকিসের বিরুদ্ধে জয় পায় তারকা ব্রিটিশ টেনিস প্লেয়ার।
চলতি অস্ট্রেলিয়ান ওপেনে কেরিয়ারের দীর্ঘতম ম্যাচটি খেলেছেন অ্যান্ডি মারে। ২ সেটে হেরে দুরন্তভাবে কামব্যাক করে অস্ট্রেলিয়ার থানাসি কোকিনাকিসের বিরুদ্ধে জয় পায় তারকা ব্রিটিশ টেনিস প্লেয়ার।
advertisement
2/5
 বৃহস্পতিবার রাতে শুরু হয়ে মারে-কোকিনাকিসের লড়াই শেষ হয় শুক্রবার ভোরে। শেষ পর্যন্ত ৫ ঘণ্টা ৪৫ মিনিট লড়াই শেষে জয়ের হাসি হাসেন অ্যান্ডি মারে। খেলার ফল মারের পক্ষে ৪-৬, ৬-৭ (৪-৭), ৭-৬ (৭-৫), ৬-৩, ৭-৫।
বৃহস্পতিবার রাতে শুরু হয়ে মারে-কোকিনাকিসের লড়াই শেষ হয় শুক্রবার ভোরে। শেষ পর্যন্ত ৫ ঘণ্টা ৪৫ মিনিট লড়াই শেষে জয়ের হাসি হাসেন অ্যান্ডি মারে। খেলার ফল মারের পক্ষে ৪-৬, ৬-৭ (৪-৭), ৭-৬ (৭-৫), ৬-৩, ৭-৫।
advertisement
3/5
দীর্ঘতম ম্যাচ শেষে মজাতেই ছিলেন মারে। ম্যাচ শেষে সাংবাদিকর প্রশ্নের উত্তরে এমন একটি রসিকতা সকরলেন ব্রিটিশ তারকা যা ঘিরে হাসির রোল পড়ে গিয়েছে। নিজের স্ত্রীকে নিয়ে এই রসিকতা করেন অ্যান্ডি মারে।
দীর্ঘতম ম্যাচ শেষে মজাতেই ছিলেন মারে। ম্যাচ শেষে সাংবাদিকর প্রশ্নের উত্তরে এমন একটি রসিকতা সকরলেন ব্রিটিশ তারকা যা ঘিরে হাসির রোল পড়ে গিয়েছে। নিজের স্ত্রীকে নিয়ে এই রসিকতা করেন অ্যান্ডি মারে।
advertisement
4/5
ম্যাচের পর মারে বলেন, ‘ম্যাচ চলার সঙ্গে সঙ্গে আমি আরও ভালো খেলতে শুরু করি এবং হ্যাঁ আমার হৃদয় বড়।’ সঞ্চালক মজা করে মারেকে বলেছিলেন, ‘আমি যদি বলি, তোমার সব কিছুই অনেক বড়!’
ম্যাচের পর মারে বলেন, ‘ম্যাচ চলার সঙ্গে সঙ্গে আমি আরও ভালো খেলতে শুরু করি এবং হ্যাঁ আমার হৃদয় বড়।’ সঞ্চালক মজা করে মারেকে বলেছিলেন, ‘আমি যদি বলি, তোমার সব কিছুই অনেক বড়!’
advertisement
5/5
তখনই রসিকতার চরম পর্যায়ে নিয়ে গিয়ে মারে বলেন,  ‘আমি নিশ্চিত নই যে আমার স্ত্রী সম্মত হবেন। ও এমনটা মনে করে না।’ এই কথা শোনার পর তখনই হাসিতে ফেটে পড়েন উপস্থিত সকলে।
তখনই রসিকতার চরম পর্যায়ে নিয়ে গিয়ে মারে বলেন, ‘আমি নিশ্চিত নই যে আমার স্ত্রী সম্মত হবেন। ও এমনটা মনে করে না।’ এই কথা শোনার পর তখনই হাসিতে ফেটে পড়েন উপস্থিত সকলে।
advertisement
advertisement
advertisement