Football Gossip: কচি গার্লফ্রেন্ডে মন মজেছে রোনাল্ডোর! ১৪ বছরের ছোট মেয়েকেই কী চতুর্থ ঘরণী করবেন...
- Published by:Debalina Datta
Last Updated:
Football Gossip: সেলিনা রোনালদোর চেয়ে ১৪ বছরের ছোট। তিনি সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর সঙ্গে ছবি এবং ভিডিও পোস্ট করতে থাকেন।
ব্রাজিলের তারকা ফুটবলার, রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের প্রাক্তন তারকা স্ট্রাইকার রোনাল্ডো এবার নতুন ইনিংস খেলতে তৈরি। চলতি বছরের জানুয়ারিতে মডেল সেলিনা লক্সের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন তিনি। সেলিনা সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন যাতে তাকে তার বাগদানের হিরের আংটি হাতেও দেখা গেছে৷ Photo Courtesy - Instagram
advertisement
advertisement
advertisement
advertisement
এরপর ২০০৫ সালের ফেব্রুয়ারিতে মডেল ড্যানিয়েলাকে বিয়ে করেন রোনাল্ডো। যদিও দুজনেই তাঁদের সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দেননি। দুজনেই একটি বিলাসবহুল প্রাসাদে বিয়ে করেছিলেন কিন্তু ড্যানিয়েল রোনাল্ডোর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে সম্পর্ক শেষ করেছিলেন। দুজনের এই বিয়ে টিকেছিল ৩ মাস। Photo Courtesy - Instagram
advertisement
ড্যানিয়েলার পরে, রোনাল্ডো মারিয়া বিট্রিজ আন্তনির সঙ্গে জীবনের সফর কাটিয়েছেন। এই দম্পতির দুটি মেয়ে রয়েছে। প্রথম কন্যার নাম মারিয়া সোফিয়া, যার বয়স ১৪ বছর, দ্বিতীয় কন্যার নাম মারিয়া অ্যালিস, যার বয়স ১২ বছর। এই বিয়েও টেকেনি, ৭ বছরের মেয়াদ ছিল এই দাম্পত্যের হয়েছিল। এই সম্পর্ক ২০১২ সালে শেষ হয়। Photo Courtesy - Instagram
advertisement
advertisement