ফাইনালের জন্য রাজকোটে পাটা উইকেট, দোলের সকালে ভারত সেরার লড়াইয়ে নামছে বাংলা-সৌরাষ্ট্র
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
দুই দলের পাশাপাশি এটা কোথাও যেন ঋদ্ধি-পূজারার লড়াই ৷ তবে ট্রফিতেই চোখ দু’জনের।
advertisement
তিরিশ বছর পর আবার একটা রূপকথার সামনে দাঁড়িয়ে বাংলা। আবার একবার ভারত সেরা হওয়ার সুযোগ। বিপক্ষ জয়দেব উনাডকাট, চেতেশ্বর পূজারার সৌরাষ্ট্র। ম্যাচের আগে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণকে ভিডিও বার্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের। রাজকোটের মাঠে সৌরাষ্ট্রের হোম অ্যাডভান্টেজ। সেটা নিয়ে খুব একটা ভাবছেন না ঈশ্বরণরা। ঠিক তেমনি ভাবছেন না রাজকোটের উইকেট নিয়েও। ফাইনালে রান আসবেই। আশাবাদী অধিনায়ক।
advertisement
advertisement