দুই পায়ে ৬টি করে আঙুল! বাংলার সেই মেয়ের আবার পদক জয়, দুর্দান্ত কামব্যাক স্বপ্নার

Last Updated:
swapna burman wins silver: আবার খেলার জগতে বাংলার জয়জয়কার। আন্তর্জাতিক মঞ্চে পদক জিতলেন বাংলার মেয়ে।
1/6
পিঠে অসহ্য যন্ত্রণা ছিল। তাই নিয়েই পদক জয়। তাইল্যান্ডের ব্যাঙ্ককে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন বাংলার অ্যাথলিট স্বপ্না বর্মন।
পিঠে অসহ্য যন্ত্রণা ছিল। তাই নিয়েই পদক জয়। তাইল্যান্ডের ব্যাঙ্ককে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন বাংলার অ্যাথলিট স্বপ্না বর্মন।
advertisement
2/6
তাঁর দুই পায়ে ৬টি করে আঙুল। তার জন্য একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা স্বপ্নার জন্য বিশেষ জুতো তৈরি করেছিল। তবে স্বপ্নার চোটপ্রবণতা তাঁকে বারবার ভুগিয়েছে।
তাঁর দুই পায়ে ৬টি করে আঙুল। তার জন্য একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা স্বপ্নার জন্য বিশেষ জুতো তৈরি করেছিল। তবে স্বপ্নার চোটপ্রবণতা তাঁকে বারবার ভুগিয়েছে।
advertisement
3/6
মহিলাদের হেপ্টাথলনে দুর্দান্ত কামব্যাক করলেন উত্তরবঙ্গের মেয়ে স্বপ্না। তবে সোনাজয়ী অ্যাথলিটের থেকে ২৫৮ পয়েন্ট পিছিয়ে ছিলেন তিনি।
মহিলাদের হেপ্টাথলনে দুর্দান্ত কামব্যাক করলেন উত্তরবঙ্গের মেয়ে স্বপ্না। তবে সোনাজয়ী অ্যাথলিটের থেকে ২৫৮ পয়েন্ট পিছিয়ে ছিলেন তিনি।
advertisement
4/6
বছর পাঁচেক আগে জাকার্তায় এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনা জিতে তাক লাগিয়ে দিয়েছিলেন স্বপ্না। তবে তার পরও জলপাইগুড়ির মেয়ের জীবনে স্ট্রাগল শেষ হয়নি।
বছর পাঁচেক আগে জাকার্তায় এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনা জিতে তাক লাগিয়ে দিয়েছিলেন স্বপ্না। তবে তার পরও জলপাইগুড়ির মেয়ের জীবনে স্ট্রাগল শেষ হয়নি।
advertisement
5/6
বছরখানেক আগে স্বপ্না অবসর নিয়ে নেবেন বলে প্রায় ঠিক করে ফেলেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তবদল করেন। তার পর আবার আন্তর্জাতিক মঞ্চে পদক জয়। একেই বলে প্রত্যাবর্তন!
বছরখানেক আগে স্বপ্না অবসর নিয়ে নেবেন বলে প্রায় ঠিক করে ফেলেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তবদল করেন। তার পর আবার আন্তর্জাতিক মঞ্চে পদক জয়। একেই বলে প্রত্যাবর্তন!
advertisement
6/6
এই পদক জয় স্বপ্নাকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। এর আগে এশিয়া মিটেও সোনা জিতেছিলেন বাংলার এই মেয়ে।
এই পদক জয় স্বপ্নাকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। এর আগে এশিয়া মিটেও সোনা জিতেছিলেন বাংলার এই মেয়ে।
advertisement
advertisement
advertisement