Ban in Playing IPL: বেশি ট্যাঁ ফোঁ নয়, ক্রিকেটারদের মর্জিতে লাগাম, আইপিএলে খেলাও আটকে দিতে পারে বোর্ড
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
BCCI Strict Rules: বোর্ডের মেগা নিদানে কী হবে ক্রিকেটারদের, বেশি উল্টোপাল্টা দেখলে আইপিএল খেলাও বন্ধ করে দেবে বোর্ড
বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় ক্রিকেট দলের হতশ্রী পারফরম্যান্সের পর ভারতীয় বোর্ড রীতিমতো ক্ষিপ্ত৷ আগেই ভারতীয় ক্রিকেটারদের পরিবার নিয়ে সফরে নিদান দিয়েছিল এবার এল দশ দফা নিয়মাবলী৷ যাতে একেবারে হাত-পা বেঁধে অনুশাসনের গণ্ডিতে ঢেকে দেওয়া হয়েছে ৷ সেই নিয়ম না মানলে চরম শাস্তির মুখোমুখি হতে হবে ক্রিকেটারদের৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিসিসিআই নিজেদের নিয়মাবলীতে যে পয়েন্টগুলি বলেছে তাতে বলা হয়েছে, খেলতেই হবে ঘরোয়া ম্যাচ: এবার থেকে সকল ক্রিকেটারদের জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য এবং একইসঙ্গে সেন্ট্রাল কন্ট্র্যাক্টে যোগ্য হওয়ার জন্য ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। যাতে ক্রিকেটার খেলার মধ্যে থাকে ও ফিটনেস বজায় থাকে সেই কারণেই এই নিয়ম।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পুরো সফরে পরিবার থাকতে পারবে না: বিদেশ সফরের সময় এবার ক্রিকেটারদের পরিবারের সদস্য পুরো সময় থাকতে পারবে না। দেড় মাসের বিদেশ সফরে ১৫ দিন একসঙ্গে থাকতে পারবেন পরিবারের সদস্যরা। যার খরচ বোর্ড দাবি। তারপর কোনও কারণে পরিবারের সদস্যদের থাকতে হলে সেই খরচ প্লেয়ারদেরই বহন করতে হবে। সফর চলাকালীন স্ত্রী-সন্তান-বাবা-মা ছাড়া আর কারও সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হবে না।
advertisement
advertisement