Bangladesh cricket: কয়েকশো কোটি টাকার আর্থিক ক্ষতি বাংলাদেশের, সঙ্গে একগুচ্ছ শাস্তি! কতটা বিপাকে পড়বে 'বাঘেরা'?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Bangladesh cricket: আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে না রাখার কারণে ভারত এবং বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কের যে পরিণতি হয়েছিল, তারই সমাপ্তি হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ বয়কট দিয়ে। কিন্তু এর পর কী অপেক্ষা করছে বাংলাদেশের জন্য?
advertisement
advertisement
advertisement
বিশ্বকাপে অংশ নিলে ভারতীয় মুদ্রায় ২.৭৫ কোটি টাকা পেত বাংলাদেশ, সেই টাকা পাবে না বাংলাদেশ। শুধু বোর্ডের নয়, বাংলাদেশের ক্রিকেটাররাও বিপুল ক্ষতির মুখে পড়বেন, হাতছাড়া হবে ম্যাচ ফি, পারফরম্যান্স বোনাস এবং প্রাইজমানি। বিশ্বকাপে বিজয়ী এবং রানার্স দল ছাড়াও পুরস্কার মূল্য থাকে বিভিন্ন দেশের জন্য, সেই টাকা পাবে না বাংলাদেশ।
advertisement
বিশ্বকাপ খেলার কোনও কারণ না দেখাতে পারলে বাংলাদেশি মুদ্রায় ২৪.৪৬ কোটি টাকার জরিমানা হবে, ভারতীয় টাকায় ১৯ কোটি টাকা। ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশ সুযোগ পেয়েছিল ২০২৪ বিশ্বকাপে ভারত এবং শ্রীলঙ্কা ছাড়া সেরা ৭ দলের মধ্যে থাকার সুবাদে, এবার বিশ্বকাপ না খেললে সেই সুযোগ হাতছাড়া হবে বাংলাদেশের। আইসিসির বিভিন্ন কমিটি থেকে বাদ পড়তে পারেন বাংলাদেশের প্রতিনিধিরা।







