Team India ball tampering case: হোয়াইটওয়াশের দিনই বল বিকৃতির অভিযোগ ভারতের বিরুদ্ধে! আম্পায়ারের সঙ্গে তর্ক, শাস্তি হতে পারে রোহিতদের কিপারের

Last Updated:
Indian cricket: নিউজিল্যান্ডের কাছে ৩-০ তে সিরিজ হেরে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। এদিকে একই সময়ে অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে বল বিতর্কে জড়াল ভারত এ। বর্ডার গাভাস্কার ট্রফির আগে তিন ম্যাচের আনঅফিশিয়াল সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় ভারত।
1/5
নিউজিল্যান্ডের কাছে ৩-০ তে সিরিজ হেরে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। এদিকে একই সময়ে অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে বল বিতর্কে জড়াল ভারত এ। বর্ডার গাভাস্কার ট্রফির আগে তিন ম্যাচের আনঅফিশিয়াল সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় ভারত। Image: X/CricketopiaCom
নিউজিল্যান্ডের কাছে ৩-০ তে সিরিজ হেরে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। এদিকে একই সময়ে অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে বল বিতর্কে জড়াল ভারত এ। বর্ডার গাভাস্কার ট্রফির আগে তিন ম্যাচের আনঅফিশিয়াল সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় ভারত। Image: X/CricketopiaCom
advertisement
2/5
 অনুশীলন ম্যাচেই বল বিকৃতির বিতর্ক তাড়া করে চলেছে ভারতকে। ম্যাচের সময়ে আম্পায়াররা ভারতীয় দলকে জানান বল বিকৃত করা হয়েছে বলে বলটি পাল্টে দেওয়া হল। প্রতীকী ছবি।
অনুশীলন ম্যাচেই বল বিকৃতির বিতর্ক তাড়া করে চলেছে ভারতকে। ম্যাচের সময়ে আম্পায়াররা ভারতীয় দলকে জানান বল বিকৃত করা হয়েছে বলে বলটি পাল্টে দেওয়া হল। প্রতীকী ছবি।
advertisement
3/5
আম্পায়ার কড়া ভাবে ভারতীয় খেলোয়ারদের জানান, বলে দাগ কাটলেই আমরা বল পাল্টে দেব। আর কোনও কথা নয়, চলো খেলি। প্রতীকী ছবি।
আম্পায়ার কড়া ভাবে ভারতীয় খেলোয়ারদের জানান, বলে দাগ কাটলেই আমরা বল পাল্টে দেব। আর কোনও কথা নয়, চলো খেলি। প্রতীকী ছবি।
advertisement
4/5
একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তখনই বিতর্কে জড়ান ঈশান কিষাণ। আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, “এটা খুবই বোকার মতো সিদ্ধান্ত”। প্রতীকী ছবি।
একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তখনই বিতর্কে জড়ান ঈশান কিষাণ। আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, “এটা খুবই বোকার মতো সিদ্ধান্ত”। প্রতীকী ছবি।
advertisement
5/5
এর পরেই ক্ষিপ্ত হন আম্পায়ার। ঈশানের ব্যবহারের সমালোচনা করেন। যদিও কী ভাবে ভারতীয় ক্রিকেটাররা বল বিকৃতি ঘটিয়েছে তা জানাননি আম্পায়াররা। এমনকী ৫ রান পেনাল্টিও হয়নি ভারতের বিরুদ্ধে। ঈশানকে সতর্ক করা হয় আম্পায়ারের পক্ষ থেকে। প্রতীকী ছবি।
এর পরেই ক্ষিপ্ত হন আম্পায়ার। ঈশানের ব্যবহারের সমালোচনা করেন। যদিও কী ভাবে ভারতীয় ক্রিকেটাররা বল বিকৃতি ঘটিয়েছে তা জানাননি আম্পায়াররা। এমনকী ৫ রান পেনাল্টিও হয়নি ভারতের বিরুদ্ধে। ঈশানকে সতর্ক করা হয় আম্পায়ারের পক্ষ থেকে। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement